শ্রীনগরে র্যাবের অভিযানে ৩০১ বোতল ফেন্সিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন সমষপুর এলাকার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শরীয়তপুরের চর মালাগাঁও গ্রামের শরিফুল ইসলাম শফি (৩৪) ও মুন্সীগঞ্জের লৌহজং মোর্শদগাঁও গ্রামের রানা মোল্লা (৩০)।
র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সোমবার সকালে শ্রীনগর উপজেলার সমষপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সম্রাট স্টোরের সামনে থেকে বস্তাবন্দি ফেন্সিডিলসহ শরিফুল ইসলাম শফি ও রানা মোল্লাকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৯ লাখ ৩ হাজার টাকা। মাদক কারবারিরা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভাড়া থেকে দেশের বিভিন্ন স্থানে মাদক কেনা-বেচা করে আসছিল। তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
নিউজজি
Leave a Reply