মুন্সীগঞ্জ সদরের বন্দরনগরী মিরকাদিমে প্রতিপক্ষের হাতে পৌর কাউন্সিলর বাবার চোখের সামনে খুন হয়েছেন ছেলে কলেজ শিক্ষার্থী সম্রাট ঝলক (২২)। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মিরকাদিম পৌরসভার নৌ-বন্দরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
সরকারি হরগঙ্গা কলেজের বিবিএ’র দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সম্রাট ঝলক মিরকাদিম পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ লিটনের ছেলে।
তার বাড়ি পৌরসভার নৈদিঘীরপাথর এলাকায়। এ ঘটনার জন্য মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস ছালামের ছেলে মানিক মিয়ার প্রতি অভিযোগ তুলেছেন নিহতের বাবা পৌর কাউন্সিলর লিটন।
স্থানীয়রা জানান, ৩০ দিনের জন্য মিরকাদিম লঞ্চঘাট ইজারা আনে আওলাদ নামে এক ব্যক্তি।
সম্প্রতি আওলাদ ঘাট ইজারা আনলেও বিভিন্ন পণ্যবোঝাই ট্রলার ও জাহাজ থেকে মালামাল উঠানামার জন্য পৌর মেয়রের ছেলে মানিক মিয়ার নেতৃত্বে একটি গ্রুপ শ্রমিকদের কাছ থেকে চাঁদা উত্তোলন করে আসছিলেন।
এতে শ্রমিকেরা পৌর কাউন্সিলর লিটনের দ্বারস্থ হন। ঘটনার মীমাংসা করতে গতকাল বেলা ১২টার দিকে পৌর মেয়রের ছেলেসহ গ্রুপের লোকজনকে লঞ্চঘাট এলাকায় ডেকে আনেন পৌর কাউন্সিলর।
কথাবার্তার এক পর্যায়ে পৌর কাউন্সিলর লিটনকে ধাক্কা মারেন পৌর মেয়রের ছেলে ও তার লোকজন। এতে পৌর কাউন্সিলের ছেলে সম্রাট ঝলক বাবার পাশে গিয়ে দাঁড়ান। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে মেয়রের ছেলে মানিকের লোকজন বাবার চোখের সামনেই ছেলে সম্রাট ঝলককে ছুরিকাঘাত করেন।
পরে রক্তাক্ত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে সেখানকার কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু প্রত্যক্ষদর্শী সম্পদ বেপারী বলেন, কথা-কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে প্রতিপক্ষ গ্রুপের মোমেন, সুমন, জালাল ও জিল্লু চড়থাপ্পড় মারে ও ছুরিকাঘাত করে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে সম্রাট। তাৎক্ষণিক রক্তাক্ত জখম অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। পরে দুপুর দেড়টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সম্রাটকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ইন্সপেক্টর তদন্ত রাজিব খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছে।
দেশ রুপান্তর
Leave a Reply