মুন্সীগঞ্জের গজারিয়ায় বিটিভির পরিচয় দানকারী দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার হোসেন্দী দাখিল মাদরাসা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সিরাজদিখান উপজেলার হাজী গাঁও গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শেখ নাদিম হোসেন নিলয় (২৩) ও কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর গ্রামের মো: আলমের ছেলে মো: জাকির হোসেন।
হোসেন্দী মাদরাসার সুপার আবদুস সালাম জানান,গত দুই দিন যাবৎ মাদরাসার উন্নয়নে বিটিভিতে একটি প্রোগ্রাম করবে জানিয়ে আমাকে ও মাদরাসার সভাপতিকে ফোন দিয়ে তারা আজ মাদরাসায় আসেন। তাদের আচরণ সন্দেহজনক হওয়ার আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেই, পরে জানা যায়, তারা গত দুই দিনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিটিভিতে উন্নয়নমূলক অনুষ্ঠান প্রচারের কথা বলে অর্থ আদায় করেছে।
সুপার জানান, আমরা জানতে পেরেছি, তারা ভবেরচর ওয়াজির আলী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন সরকারের কাছ থেকে ৭ হাজার টাকা, টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নুরুদ্দিনের কাছ থেকে ৬ হাজার টাকা, ভবেরচর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মামুন ঢালীর কাছ থেকে ৫ হাজার টাকা ও ভাটেরচর এ মান্নান পাইলট উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: সাখাওয়াত হোসেনের কাছ থেকে ২ হাজার টাকা আদায় করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, আটকের পর তাদের বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ আদায় ও বিটিভির ভুয়া পরিচয় প্রদানের বিষয়টি নিশ্চিত হওয়ার পরিপ্রেক্ষিতে গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গজারিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: রইছ উদ্দীন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নয়া দিগন্ত
Leave a Reply