মুন্সীগঞ্জে মাদ্রাসাছাত্রী হত্যা মামলায় অধ্যক্ষ গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদরে মাদ্রাসাছাত্রীকে হত্যা মামলায় অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার নিহতের মা তিন জনের নাম উল্লেখসহ পাঁচ জনকে আসামি করে মামলা করেন। শনিবার সকালে ওই অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইউনুস মিয়া মদিনাতুল মনোয়ারা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ। ওই ছাত্রী একই মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এদিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে রোববার সকালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও এলাকবাসী। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভে প্রায় দু্ই শতাধিক নারী ও পুরুষ অংশ নেন।

নিহতের মা বলেন, “বৃহস্পতিবার সকালে মেয়েকে নিজ হাতে খাইয়ে দিয়েছি। দুপুরের দিকে মাদ্রাসার পরিচালক জামাল উদ্দিন আমাকে জানান যে মরিয়ম অসুস্থ।”

মেয়েকে হত্যা করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, “ইউনুস ও তার স্ত্রী সোনিয়া আমার মেয়েকে হত্যা করেছে। ঘটনা ধামাচাপা দিতে সহযোগিতা করেছেন জামাল উদ্দিনের স্ত্রী হাবিবা আক্তার। জামাল উদ্দিন যে হত্যার সঙ্গে জড়িত তা পরে জানতে পেরেছি।”

অভিযোগের বিষয়ে জানতে জামাল উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

জেলা সদর হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ তোফাজ্জাল হোসেন বলেন, ওই ছাত্রীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে নিহতের গলায় আঘাতে চিহ্ন রয়েছে জানিয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলা হওয়ার পর প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে।”

বিডিনিউজ

Leave a Reply