শ্রীনগরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

মুন্সীগঞ্জের শ্রীনগরে পারিবারিক কলহের জেরে রাব্বি শেখ (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার সকালে অটোচালক রাব্বি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তিনি উপজেলার সাতগাঁও গ্রামের মো: হাসেম শেখের ছেলে।

রাব্বির বড় ভাই মো: হাবিল শেখ জানান, দেড় বছর আগে ঢাকার কামরাঙ্গীচর এলাকার মো: স্বপনের মেয়ে স্বপ্নার (১৮) সাথে রাব্বির বিয়ে হয়। পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় কথা কাটাকাটি হতো। ঘটনার আগের দিন রাব্বির শ্বশুর ও স্ত্রী আমাদের বাড়িতে আসে। ওই দিন রাব্বির সাথে ঝগড়া করে তারা বাড়ি থেকে চলে যায়। পরের দিন সকালে রাব্বি গলায় ফাঁস দিয়ে মারা যান।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নয়া দিগন্ত

Leave a Reply