২ স্কুলছাত্রী ‘অপহরণের সময়’ নারী আটক

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই স্কুলছাত্রীকে ‘অপহরণের সময়’ অপহরণকারী দলের এক নারী সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় দুই ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

অপহরণকারীর নাম শিল্পী আক্তার (৩০)। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় শাপলা জোড় গ্রামের মো. পানা হাওলাদারের মেয়ে।

উদ্ধারকৃত জ্যোতি দাস (১২) ও জুই দাস (১২) উপজেলার শেখরনগর মনিপাড়া গ্রামের প্রবাসী শ্রীকান্ত দাস ও জয় চরণ দাসের মেয়ে। তারা উত্তর শেখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জ্যোতি ও জুই বুধবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ির দিকে রওনা হয়। পথে অপহরণকারী চক্রের সদস্য শিল্পী আক্তার মিথ্যা প্রলোভনে দুই স্কুলছাত্রীকে একটি অটোগাড়িতে উঠায়। জ্যোতির কান থেকে স্বর্ণের দুল খুলে নেন তিনি।

এ ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর সহযোগিতায় চিত্রকোট ইউনিয়নের বরাম বাজার এলাকা থেকে ওই দুই ছাত্রীকে উদ্ধারসহ শিল্পী আক্তারকে আটক করে শেখরনগর তদন্ত কেন্দ্র পুলিশ।

উত্তর শেখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল রায় ঘটনার সত্যতা স্বীকার জানান, আমরা এতো সচেতন করার পরও এরকম ঘটনা ঘটছে। এর আগেও এরকম ঘটনা ঘটেছিল। ছাত্রীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে গলার ও কানের স্বর্ণের জিনিস নিয়ে পালিয়ে যায়।

সিরাজদিখান থানার ওসি মো. মিজানুল হক জানান, বুধবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী জ্যোতি ও জুইকে অপহরণ করে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

যুগান্তর

Leave a Reply