জেলার শ্রীনগরে জয়ন্তী রাজবংশী নামে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার হাঁসাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্য হাঁসাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জয়ন্তী ওই গ্রামের শুভংকর রাজবংশীর মেয়ে। সে কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, জয়ন্তী স্কুল থেকে বাড়ি ফিরে বসতঘরের আড়ায় সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের দাবী অভিমান করে জয়ন্তী আত্মহত্যা করেছে।
ছাত্রীর পিতা শুভংকর রাজবংশী বলেন, আমি মাছ বিক্রি করতে বাজারে গিয়েছিলাম। খবর পেয়ে বাড়িতে আসি। হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান খাঁন জানান, খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে আসছেন।
শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদনের পরিপেক্ষিতে মরগেত হস্তান্তর ও একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
নিউজজি
Leave a Reply