মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন ম্যাগনাম স্টিল মিলে মঙ্গলবার রাতে ক্রেন চাপায় কালাম (৩২) নামে এক শ্রমিক মারা যায়। এদিকে কর্তৃপক্ষের অবহেলায় কালামের মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের। এই ঘটনায় দোষীদের বিচারের দাবিতে আজ ( বুধবার) সকাল থেকে মিলটির প্রধান ফটোকে অবস্থা নিয়েছে নিহতের স্বজনরা।
নিহত কামাল বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামের রফিজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
সরজমিনে ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, নিহত কালাম তিন সন্তানের জনক। ম্যাগনাম স্টিল মিলে শ্রমিক হিসেবে কাজ করতো সে। গতকাল নাইট শিফটে ডিউটি করায় সময় ক্রেন চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় আহত হয় আরো কয়েকজন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসলেও মিল কর্তৃপক্ষ তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি। অভিযোগ ওঠে আহতদের চিকিৎসায় আন্তরিকতা দেখায়নি মিল কর্তৃপক্ষ। এদিকে এই ঘটনা পরের দিন ( বুধবার) সকালে কালাম নিহতের ঘটনায় বিচারের দাবিতে মিলের প্রধান ফটোকে অবস্থান নিয়েছে নিহতের স্বজন ও স্থানীয়রা।
নিহত কালামের বড় বোন আসমা বেগম বলেন, এর আগেও এই মিলে কর্তৃপক্ষের অবহেলার কারণে অসংখ্য শ্রমিক মারা গেছে। নূন্যতম নিরাপত্তার নিশ্চিত না করে তারা শ্রমিকদের কাজে নিয়োগ করে।
কালাম-দরিদ্র মানুষ তার তিন সন্তানের এখন কি হবে। উপযুক্ত ক্ষতিপূরণ এবং বিচারের দাবিতে তারা মিলের প্রধান ফটকের অবস্থান নিলেও এখনো পর্যন্ত কর্তৃপক্ষ থেকে তাদের সাথে কেউ যোগাযোগ করেনি এমনকি তাদের ভেতরে প্রবেশ করতে অনুমতি পর্যন্ত দেওয়া হয়নি।
নিহত কামালের ছেলে সিফাত হোসেন বলেন, তার বাবার মৃত্যুর ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সে।
এদিকে মিল কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হয়নি। এক নিরাপত্তার কর্মীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় মিল কর্তৃপক্ষের কেউ সাংবাদিকদের সাথে কথা বলবে না।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ওসি ( তদন্ত) মুক্তার হোসেন বলেন, লাশ ময়না তদন্তর জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহতের স্বজন ও কিছু স্থানীয় লোকজন মিলে সামনে অবস্থান নিয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।
মানবজমিন
Leave a Reply