মুন্সীগঞ্জের ধলেশ্বরী ও মেঘনা মোহনায় লঞ্চ থেকে পড়ে যাওয়া যুবক হযরত আলীর সন্ধান মিলেনি। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টা পর্যন্ত তার সন্ধান মিলেনি বলে নিশ্চত করেছেন গজারিয়া কোস্টগার্ডের গোয়েন্দা সদস্য মো. সুজন।
তিনি বলেন, সকাল থেকেই নিখোঁজ যুবকের সন্ধান পেতে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ কাজ করছে। তবে, এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
উল্লেখ্য সোমবার (৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা লঞ্চ এমএল হাফিসে বসে গাঁজা সেবনের সময় ধলেশ্বরী ও মেঘনা মোহনায় নদীতে পড়ে নিখোঁজ হন হযরত আলী। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার গাবতলী গ্রামের বাসিন্দা।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply