মুন্সীগঞ্জে পুকুর থেকে তরুণের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের তেলিরবিল গ্রামে মো. অন্তর (১৯) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে তেলিরবিল পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

তিনি পঞ্চসার ইউনিয়নের বাইন্যাবাড়ি গ্রামের মো. সোহেলের ছেলে। তার মা সৌদিপ্রবাসী। বাবার সঙ্গে নানা বাড়ি একই ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামে বাস করতেন অন্তর।

পুলিশ জানিয়েছে, অন্তর মাদক ও মারামারির একাধিক মামলার আসামি।

তার বাবা সোহেল মিয়া জানান, সোমবার সকাল ১০টার দিকে তার কাছ থেকে ১০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন অন্তর। এরপর রাতে আর বাড়ি ফিরে আসেননি।

তিনি দাবি করেন, তার ছেলে দর্জি কাজ করেন। কীভাবে তার ছেলের মৃত্যু হয়েছে তা জানেন না।

সদর থানার ওসি মো. তারিকুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে লাশ উদ্ধার করে। ওই তরুণের বিরুদ্ধে সদর থানায় মাদকসহ ৩টি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশ রুপান্তর

Leave a Reply