মরণ ফাঁদ স্কুলের দেয়াল

স্কুলের সীমানা প্রাচীর যেন মরণ ফাঁদ। বিভিন্ন অংশে ফাটলসহ একদিকে কাত হওয়া দেয়ালটির এক পাশে কোমলমতি শিশুদের আনন্দ উল্লাস। অপর পাশে ব্যস্ততম সড়ক। তার মধ্যে প্রবল ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে দেয়ালটি। এটি মুন্সীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ইদ্রাকপুর ১ নং মডেল সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রাচীর।

প্রায় সাড়ে ৯ শতাধিক শিক্ষার্থীর প্রাণ প্রিয় বিদ্যালয়টির সিমানা প্রচীরের বিভিন্ন অংশে ফাটলসহ একদিকে কাত হয়ে আছে। উপজেলা পরিষদ কার্যালয়ের সন্নিকটে অবস্থিত এমন ঝুঁকিপূর্ণ দেয়ালটি অপসারণ করে নতুন দেয়াল নির্মাণের তেমন কোনো উদ্যোগ লক্ষা করা যাচ্ছে না শিক্ষা অধিদপ্তরের। এতে করে কোমলমতি শিশুদের স্কুলে পাঠিয়ে চরম আতঙ্কে থাকতে হয় স্বজনদের। স্কুলের দেয়াল সংস্কারে একাধিক বার শিক্ষা অধিদপ্তরে অবহিত করলেও কোনো প্রতিকার মিলছেনা বলে অভিযোগ শিক্ষকদের।

স্কুলটিতের পড়ুয়া শিক্ষার্থীদের একাধিক অভিভাবক জানান, দীর্ঘ কয়েক বছর যাবত ঝুঁকি নিয়ে ও বিভিন্ন অংশে ফাটল নিয়ে একদিকে কাত হয়ে দাঁড়িয়ে আছে স্কুলের দেয়াল। যা যে কোনো সময় ধসে পড়তে পারে। ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তারা আরো বলেন, বাচ্চাদের স্কুলে দিয়ে আতঙ্কে থাকতে হয়। কখন কোন দুর্ঘটনা ঘটে। তাই অতিদ্রুত স্কুলের সিমানা প্রাচীর দেয়ালটি সংস্কারের দাবি তাদের।
স্কুলটির প্রধান শিক্ষক নাহিদ সুলতানা বলেন, প্রায় ৪/৫ বছর যাবত ঝুঁকি নিয়ে দেয়ালটি দাঁড়িয়ে আছে। এটি সংস্কারের জন্য একাধিকবার শিক্ষা অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলেও কোনো প্রতিকার পাচ্ছিনা। ফলে অনেক সময় স্বজনরা তাদের সন্তানদের ঠিকমত স্কুলে প্রেরণ করে না। অনেক সময় স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কম হয়। তবে ঝুঁকিপূণ দেয়ালটি ভেঙে নতুন দেয়াল নির্মাণের লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত ভাবে জানোনা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার সানজিদা আক্তার।

বিডি প্রতিদিন

Leave a Reply