একদিনেও জানা গেল না ব্যবসায়ী হত্যার রহস্য

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাড়ির অদূরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার জশুরগাঁও এলাকার কবরস্থানে পাওয়া যায় সত্যরঞ্জন দত্ত (৬৪) নামে ওই ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ। ওই দিন সন্ধ্যায় সদরের এম রহমান শপিং কমপ্লেক্সের পাশের দোকান থেকে বাড়ির উদ্দেশে বেরিয়ে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় তাঁর দোকানের কর্মচারী নুরু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার দুপুরে হেফাজতে নিয়েছে পুলিশ। এ ছাড়া একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে সত্যরঞ্জনের মরদেহের ময়নাতদন্ত হয়। বিকেলে মরদেহ নেওয়া হয় জশুরগাঁও এলাকার বাড়িতে। সন্ধ্যায় স্থানীয় শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

সত্যরঞ্জন দত্ত সদরের এম রহমান শপিং কমপ্লেক্সের পূর্ব পাশে কুঁড়া-ভুসির ব্যবসা করতেন। পারিবারিক সূত্র জানায়, প্রতিদিন সন্ধ্যায় ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরতেন। বুধবারও দোকান থেকে বের হন। তবে বাড়ি না ফেরায় স্বজনরা তাঁকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে রাত ১০টার দিকে জশুরগাঁও এলাকার বাড়িসংলগ্ন কবরস্থানের পাশে ক্ষতবিক্ষত অবস্থায় তাঁকে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাঁর ছোট ভাই অধীর চন্দ্র দত্ত বলেন, তাঁর ভাইয়ের সঙ্গে কারও বিরোধ ছিল না। তাঁর সঙ্গে থাকা ব্যবসার টাকা-পয়সা ছিনিয়ে নিতেই ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুর্বৃত্তরা। এ ঘটনায় দোকান কর্মচারী নুরু মিয়া জড়িত বলে সন্দেহ তাঁর। এ ছাড়া টাকার জন্য স্থানীয় মাদকসেবীরাও হামলা চালাতে পারে। একাধিক বিষয়কে সামনে রেখে পুলিশ তদন্ত করছে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে শ্রীনগর থানায় অভিযোগ দেন সত্যরঞ্জনের স্ত্রী শিখা রানী দে। এ সংবাদ লেখা পর্যন্ত অভিযোগ মামলায় নথিভুক্ত করার প্রক্রিয়া চলছিল বলে জানিয়েছেন শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যবসায়ীর বুকে তিনটি এবং পিঠের ডান ও বাঁ পাশে ধারালো অস্ত্রের দুটি আঘাত রয়েছে। দুর্বৃত্তরা তাঁকে হত্যার উদ্দেশ্যেই কুপিয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দোকান কর্মচারী নুরু মিয়াকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সমকাল

Leave a Reply