মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে প্রাইভেটকারের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনী সংলগ্ন পূর্বপাশের সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমানের (৫৯) বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলায়। তিনি উমপাড়া পিডিএল ক্যাম্পে কর্মরত ছিলেন। আহতরা হলেন, উপজেলার কেয়টখালী এলাকার জসিম শেখের ছেলে রাতুল (১৮) ও টাঙ্গাইল নাগরপুর উপজেলার বিহালি এলাকার সিদ্দিকুরের ছেলে পিডিএল ক্যাম্পের কর্মচারী মিনহাজ(৩৫)। তারা চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে উপজেলার উমপাড়াগামী ইজিবাইকটি ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে ঢাকা থেকে মাওয়াগামী দ্রুতগতির প্রাইভেটকারের সঙ্গে মুখমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় অটোগাড়িটি। আহত হয় অটোতে থাকা ২ যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মোস্তাফিজুর নামে ১ জনকে মৃত ঘোষণা করেন।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাইভেটকার আমাদের থানায় আটক আছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি
Leave a Reply