টঙ্গীবাড়ীতে সড়ক নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কোটি টাকার অধিক বরাদ্দের সড়ক নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করছে ঠিকাদার। উপজেলা প্রকৌশলী নিষেধ করলেও শুনছেন না ঠিকাদার। উপজেলা সদর থেকে দ্রুত ও যানজট বিহীন মাওয়ার পদ্মা সেতুতে যাতায়াতের জনগুরুত্বপূর্ণ আড়িয়াল-বালিগাও বাইপাস সড়কটির সংস্কার কাজে অনিয়মে ক্ষুব্ধ পথচারীরা। সড়কটি দিয়ে প্রতিদিন হাজারও গাড়ির যাতায়াত সেখানে সি-গ্রেডের ইট যা হাত দিয়ে ডলা দিলেই মাটি হয়ে যায় সেগুলোসহ নিম্ন মানের বালি ব্যবহার করা হচ্ছে। নিম্ন মানের এসব সামগ্রী ব্যবহার করায় বছর না ঘুরতেই তা নষ্ট হয়ে যাবে বলে জানান বালিগাও বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা। রবিবার সকালে সরেজমিনে সড়ক নির্মাণ এলাকায় গিয়ে দেখা যায়, শ্রমিকরা কেউ নিম্ন মানের পিকেট ভাঙছে, কেউ ঝুড়িতে ভরে সেগুলো রাস্তায় ফেলছে।

পরবর্তীতে রুলার দিয়ে ফিনিসিং দিয়ে ওপরে বালু ফেলছে। উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, এফ কে কনস্ট্রাকশন নামক ঠিকাদারি প্রতিষ্ঠান ১ কোটি ১৩ লাখ টাকায় বালিগাও বাজারের দক্ষিণ পাশ হইতে আড়িয়াল পর্যন্ত ৩ কিলোমিটার সড়কটি সংস্কার কাজ করছে। ঠিকাদার সাব্বির হোসেন জানান, সড়কের পাশে পুরাতন কিছু ইট রাখা আছে সেগুলো ব্যবহার করা হবে না। উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন জানান, নি¤œœমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ বন্ধে ঠিকাদারকে বলা হয়েছে।

জনকন্ঠ

Leave a Reply