শ্রীনগরে সালিশে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হামলা, বৃদ্ধ স্বামী-স্ত্রীসহ আহত ৩

শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠকে আওয়ামী লীগ সভাপতির নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কুকুটিয়া ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। হামলায় বৃদ্ধ স্বামী-স্ত্রীসহ ৩ জন আহত হয়েছেন। এ সময় কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন বাবু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে।

শ্রীনগর থানায় লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১লা ফেব্রুয়ারি পূর্ব শত্রুতার জেরে কুকুটিয়া ইউনিয়নের টুনিয়া মান্দ্রা গ্রামের ফজল হক (৭২) ও তার স্ত্রী জবেদা বেগম (৬৫) কে একই গ্রামের নুরুল বেপারি (৫৫) তার লোকজন নিয়ে মারধর করে। এ বিষয়ে গত ৪ঠা ফেব্রুয়ারি শ্রীনগর থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে পুনরায় নুরুল বেপারি গত ৮ই ফেব্রুয়ারি ফজল হককে হুমকি দিলে সে শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করে। বৃহস্পতিবার বিকালে কুকুটিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য তপন হোসেন ফজল হকের পরিবারকে সালিশ মীমাংসার জন্য ইউনিয়ন পরিষদে ডেকে নেয়। সেখানে চেয়ারম্যানের সঙ্গে কথা বলা শেষ হলে ফজল হক তার স্ত্রী জবেদা বেগম ও ছেলে জাবেদের (৩২) ওপর হামলার ঘটনা ঘটে। এতে জবেদা বেগমের মাথায় ৬টি সেলাই দেয়া হয়।

ফজল হোক জানান, ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের সঙ্গে আলোচনা শেষ করে রুম থেকে বের হতেই কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, ড্রেজার সিরাজ, নুরুল বেপারি ও জাহাঙ্গীরসহ ৪০-৪৫ জন আমাদের ওপর সন্ত্রাসী হামলা করে। এ সময় আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়া হয়। আমার ছেলে জাবেদকে ও আমাকে মেরে গুরুতর জখম করে। আমি সন্ত্রাসীদের বিচার চাই।

কুকুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য তপন হোসেন বলেন, ওদের দুই গ্রুপের পুরনো মামলা ছিল সেটি সমাধানের জন্য চেয়ারম্যান বাবুল হোসেন বাবু আমাকে তাদের ডেকে আনতে বললে আমি তাদের ডেকে নিয়ে আসি। সেখানে চেয়ারম্যানের সঙ্গে আলাপ আলোচনা শেষে তারা বের হয়ে গেলে কে বা কারা তাদের ওপর হামলা করেছে এটা তারাই বলতে পারবে। গতকাল সকালে কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রেজা বলেন, ওই নারী খুব খারাপ। চেয়ারম্যান মীমাংসার জন্য ডেকে আনলে সে মীমাংসায় রাজি হয়নি। আমি ও চেয়ারম্যান চলে আসার পর এটা নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে ঝামেলা হয়। মামলায় জেতার জন্য সে নিজের মাথা নিজেই ফাটিয়েছে।

কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন বাবু বলেন, আজকে সালিশ ছিল না। তবে তাদের সালিশের বিষয় নিয়ে কথা বলতেছিলাম। কথা শেষ করে আমি গাড়িতে উঠে যাওয়ার পরে তাদের ওপর হামলার ঘটনা ঘটছে। আমি বিষয়টি শোনার পর সেখানে মেম্বার পাঠিয়েছি। শ্রীনগর থানার অফিসার ইনাচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, সালিশ বৈঠকে নারীকে মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। মামলা রেকর্ড করে ব্যবস্থা নেয়া হবে।

মানবজমিন

Leave a Reply