মুন্সীগঞ্জের সদরে অর্ধনগ্ন অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। রবিবার দুপুরে সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নের টরকি গ্রামের আফিজউদ্দিন মৃধার বাড়ির পিছনের কালিদাশ সাগর নদী থেকে এই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। নদীর পানিতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
লাশ উদ্ধার বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তারিকুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। এছাড়াও এটি হত্যা কিনা ময়নাতদন্তের পরে জানা যাবে বলেও জাননা তিনি।
বিডি প্রতিদিন
Leave a Reply