উপজেলার কুকুটিয়া ইউনিয়ন যুবলীগ নেতা হাবিবুর রহমান উজ্জ্বলকে মারধরের অভিযোগ থেকে রক্ষা পেতে তার বিরুদ্ধে শ্লীলতাহানির অপবাদ রটাচ্ছে প্রতিপক্ষ। গত শুক্রবার পূর্ব মুন্সিয়া মসজিদের সামনে উজ্জ্বলের ওপর হামলার ঘটনা ঘটে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার আক্তার হোসেনের সাথে ব্যবসায়িক লেনদেন নিয়ে হাবিবুর রহমান উজ্জ্বলের বিরোধ চলে আসছিল। এর সূত্রধরে গত শুক্রবার (৩ মার্চ) হাবিবুর রহমান উজ্জ্বল ও তার ভাই আরিফুল ইসলামের ওপর প্রকাশ্যে হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই হাবিবুর রহমান উজ্জ্বল বাদী হয়ে আক্তার হোসেন ও তার ভাই কোহিনুরসহ অজ্ঞাতনামা কয়েকজনকে বিবাদী করে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলা থেকে বাঁচার জন্য আক্তার হোসেন তার স্ত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অপবাদ রটাতে শুরু করে। কুকুটিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বল জানান, কয়েক বছর আগে তার এলাকার আক্তার হোসেনের সাথে ১৮ লাখ টাকা দিয়ে ঢাকায় থ্রিপিসের ব্যাবসা শুরু করেন। কিন্তু যৌথ ব্যাবসা শুরু করলেও এটা দেখভাল করতেন আক্তার হোসেন। প্রতিনিয়ত লস দেখাতে শুরু করলে ব্যাবসা থেকে বের হয়ে যাওয়ার কথা বলেন।স্থানীয়ভাবে মীমাংসায় ১২ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত হয়। দেড় লাখ টাকা দেয়ার পরপরই আক্তার হোসেন স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে যায়। স্থানীয় একটি চক্রের ইন্ধনে আক্তার হোসেন ৩ বছর পর এলাকায় ফিরে আসে এবং বিনা কারণে আমাকে ও আমার ভাইকে মারধর করে।
এ বিষয়ে আক্তার হোসেনের সাথে কথা বলার জন্য তার মোবাইল ফোনে একাধিক বার কল করা হলে তা বন্ধ পাওয়া গেছে। হাবিবুর রহমান উজ্জ্বলের দায়েরকৃত অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই প্রভাষ কুমার জানান, তদন্ত করে হাবিবুর রহমান উজ্জ্বলের উপর হামলার সত্যতা পাওয়া গেছে। ঊর্ধতন অফিসারের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজজি
Leave a Reply