মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামে ভাড়া বাসা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্বশুরের কাছ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা কেনার টাকা না পেয়ে অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত যুবকের নাম মাসুদ মিয়া (২৭)। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার দিকদারী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি জামালদী এলাকার সেন্টু মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন এবং সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। নিহতের স্ত্রী মেরিনা আক্তার বলেন, সাত বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। সাত বছরের সংসার জীবনে তাদের পাঁচ বছরের একটি মেয়েসন্তান রয়েছে। সংসার চালানোর জন্য তার স্বামী মাসুদ সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রি এবং তিনি সুপার বোর্ড ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি মাসুদ চাকরি ছেড়ে ব্যাটারিচালিত চালানোর সিদ্ধান্ত নেয় এবং অটোরিকশা কেনার জন্য তার বাবার কাছে টাকা চান। তার বাবা অত্যন্ত দরিদ্র মানুষ এত টাকা তিনি কোথায় পাবেন- এসব নিয়ে স্বামী-স্ত্রীর মাঝেমধ্যেই ঝগড়াঝাঁটি হতো। বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য তাকে ধারাবাহিকভাবে চাপ দিতে থাকে মাসুদ কিন্তু তিনি বরাবরই অস্বীকৃতি জানিয়ে আসায় কিছুটা হতাশ হয়ে পড়েন তিনি। এদিকে শনিবার দুপুর ২টায় তিনি ডিউটিতে যান রাত ১০টায় বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। আশপাশের বাসার লোকজন জানায় বিকাল সাড়ে ৫টা থেকে তাদের ঘরের দরজা বন্ধ। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও কেউ দরজা না খুললে দরজা ভেঙে দেখা যায় ঘরের আড়ার সঙ্গে মাসুদের লাশ ঝুলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। গজারিয়া থানার ইনচার্জ মোল্লা সোহেব আলী জানান, পুলিশ লাশটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করছেন তারা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। যুগান্তর
Leave a Reply