আওয়ামী লীগের দু’গ্রুপের দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা

মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে তুহিন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয় তার।

এর আগে সোমবার বিকেল ৫টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার পুরা এলাকায় এ মারধরের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকায় ভর্তি করা হয়। নিহত তুহিন সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আলমগীর সরকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্যকে কেন্দ্র করে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিপন পাটোয়ারী ও সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। নিহত তুহিন রিপন পাটোয়ারীর সমর্থক ছিলেন।

সোমবার পুরা ডিসি উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যান তুহিন। সেখানে কল্পনার পক্ষের লোকজন তাকে তুলে নিয়ে পেছনের একটি বাগানে নিয়ে বেধড়ক মারধর করেন ও গুরুতর অবস্থায় রেখে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। গুরুতর অবস্থা দেখে চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারী বলেন, তুহিন আমার দল করত। সেজন্যই কল্পনার লোকজন তার ওপর ক্ষিপ্ত ছিল। সোমবার তুহিনকে ধরে নিয়ে কল্পনার পক্ষের বাবু কাজী, জিয়া সরকার, সৈকত দেওয়ান, আজহার মোল্লার নেতৃত্বে সন্ত্রাসীরা পিটিয়ে আধমরা করে রেখে যায়। হাসপাতালে আজ ওর মৃত্যু হয়েছে। আমরা এর বিচার চাই। তবে অভিযোগের বিষয়ে নিজের লোকজনের জড়িত থাকার কথা অস্বীকার করে মহসিনা হক কল্পনা বলেন, ওই যুবক উগ্র ছিল, সে অস্ত্র নিয়ে চলতো। শুনেছি কনসার্টে গিয়ে ঝামেলা করেছে তখন কংশপুরা এলাকার কিছু ছেলে মারধর করেছে। ছেলেটির মাথায় আঘাত ছিল, সেখানে আঘাতের কারণেই মরে গেছে।

সে গত নির্বাচনে রিপনের নির্বাচন করেছে, কিন্তু একটা ছেলে মারা যাক এটা আমি চাই না। আমার লোক জড়িত ছিল না, যারা জড়িত তাদের বিচার হোক এটা আমি চাই। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামাল প্রধান জানান, রাত ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তুহিন নামের ওই যুবককে হাসপাতালে আনা হয়। আহতের শরীরে বেদম মারপিটের চিহ্ন ছিল, অবস্থা আশংকাজনক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, মারধরে যুবকের মৃত্যুর কথাটি শুনেছি। ময়নাতদন্ত শেষে ও মামলার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় জড়িতরা অধিকাংশ সদর উপজেলার, তবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরাফাত রায়হান সাকিব/এফএ/এমএস

Leave a Reply