শ্রীনগরে লুডু খেলাকে কেন্দ্র করে উত্তেজনা

শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বালাশুর নতুন বাজারে লুডু খেলাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে ইসলামী গ্লোবাল ব্যাংকের সামনে প্রথম দফায় কথা কাটাকাটি ও পরদিন বুধবার (২৯ মার্চ) সকালে এনিয়ে উত্তেজনা বাড়ে।

অভিযোগ উঠেছে নতুন বাজার এলাকার হাবিবুর রহমানের ছেলে আবু বকর সিদ্দিক ও সুলতান গাজীর ছেলে আরমান গাজীসহ ৭/৮ জন মিলে রাস্তার পাশে লুডু খেলার পাশাপাশি হৈ-চৈ করছিল। এ সময় একই এলাকার সাহেব আলী নামে এক ব্যক্তি খেলা বন্ধ করে বাড়িতে চলে যেতে বলায় বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় সাহেব আলী শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ছেলেরা রাতে রাস্তার পাশে লুডু খেলার সময় সাহেব আলী এখান দিয়ে যাচ্ছিলেন। সে খেলা বন্ধ করে বাড়িতে যেতে বললে ছেলেরা বিষয়টিকে হয়ত ভালোভাবে নেয়নি। এতে মঙ্গলবার রাতে কথা কাটাকাটি হয়। এনিয়ে পরদিন সকালে উত্তেজনার বাড়ে।

সাহেব আলী বলেন, লুডু খেলার সময় তারা হৈচৈ করছিল। আমি তাদেরকে বলেছি রমজান মাস তোমরা বাড়িতে চলে যাও। আশে পাশে লোকজন বসবাস করে তাদেরকে ডির্স্টাব করবা না। জানতে পেরেছি মাঝে মধ্যেই এখানে লুডু খেলার আড়ালে জুয়া খেলা চলে। এতে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করি।

এ বিষয়ে আবু বকর সিদ্দিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি একজন একাদশ শ্রেণির ছাত্র। লুডু খেলছিলাম এটা সত্য। আমার বিরুদ্ধে আনিত সব অভিযোগ সঠিক নয়।

চাচা আশরাফ বেপারী বলেন, আমাদের ছেলে-পেলেরা যদি ভুল করে থাকে তাহলে সাহেব আলী জানাতে পারতেন। তারা অন্যায় করে আমরা শাষন করতে পারতাম। একটা তুচ্ছ ঘটনার জন্য তিনি থানায় অভিযোগ না করলেও পারতেন।

শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই রেজভী আক্তার জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ হাতে পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজজি

Leave a Reply