মিরকাদিমে আ.লীগ নেতা মনিরুজ্জামানের ওপর সন্ত্রাসী হামলা

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌর আওয়ামী লীগের উপদেষ্টা এবং জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি মনিরুজ্জামান শরীফের (৫৫) ওপর সন্ত্রাসীদের হামলার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে মিরকাদিম থেকে বাড়ি ফেরার পথে রামগোপালপুর এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে পেটায় এবং অপহরণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসলে তারা পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আহত মনিরুজ্জামান শরীফ বলেন, ‘মিরকাদিমে তারাবিহ আদায় ও ইফতার বিতরণ শেষে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলাম। পথে একটি বড় অটোরিকশা আড়াআড়িভাবে পথরোধ করে। এরপর পাশের গলি থেকে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী সম্পদ, প্রান্ত ও শোভনসহ কয়েকজন আমার ওপর হামলা চালায়।’

তিনি জানান, কিছু বুঝে ওঠার আগেই প্রথমে তারা পিস্তলের বাঁট দিয়ে তার বাঁ চোয়ালে আঘাত করে। এরপর চোখে আঘাত করে এবং মুখ কিছু দিয়ে আটকানো ও গলির ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিনি মাটিতে পড়ে গিয়ে চিৎকার শুরু করলে চাবুক দিয়ে পেটাতে থাকে।

হাতিমারা পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর অমর চন্দ্র দাস জানান, হামলাকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।

সময় সংবাদ

Leave a Reply