মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের হামলায় নূরুল ইসলাম হাওলাদার নামে এক জেলে নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) ভোরে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ এলাকার মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।
নিহতের ছেলে সুমন হাওলাদার জানান, প্রতিদিনের মতো রবিবার রাতে তার বাবা ও চাচা মোহাম্মদ আলী হাওলাদার মেঘনা নদীতে মাছ ধরতে যান। ভোরে মাছ ধরে ফিরে আসার সময় জলদস্যুরা তাদের নৌকায় হামলা চালিয়ে নগদ টাকা, মাছ ও জাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে জলদস্যুরা লাঠি দিয়ে আঘাত করে। এতে তার বাবা মাথায় আঘাত পেয়ে নদীতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে জানান। এ ঘটনায় তার চাচা আহত হয়েছেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন জানান, ভোরে নূরুলকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জ নৌ-অঞ্চলের পুলিশ সুপার মীনা মাহমুদা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলা ট্রিবিউন
Leave a Reply