মুন্সীগঞ্জের লৌহজংয়ো প্রতিবেশীর ধর্ষণে ৮ম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বার ঘটনায় পুলিশ ধর্ষক নুর আলমকে (৫৫) গ্রেফতার করেছে। লৌহজং থানার ওসি মো. আব্দুল্লাহ আল তায়াবীর জানান, অন্তঃসত্ত্বা কিশোরীর মামলাটি গুরুত্বে সাথে পুলিশ তদন্ত করেছে এবং যাবতীয় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ ও ভূক্তভোগী পরিবার জানায়, উপজেলার গাওদিয়া ইউনিয়নের পশ্চিম বুড়দিয়া গ্রামের মৃত মঞ্জু বেপারীর ছেলে নুর আলম গত সেপ্টেম্বরে বিলের শাক তুলতে গেলে অচেতন করে এই কিশোরীকে (১৪) ধর্ষণ করে। খিদিরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এই ছাত্রী। এই স্কুল ছাত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পরিবারকে বিষয়টি জানায়।
লৌহজং থানার এস আই আবু বক্কর জানান, ঘটনা নির্যাতনের শিকার কিশোরীর বাবা রবেল শেখ বাদী হয়ে নুর আলমকে আসামি মামলা দায়ের করলে তাকে গ্রেফতার করান হয়।
জনকন্ঠ
Leave a Reply