মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সমাসপুর এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক ব্যক্তির (৬৫) ডান পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী শাহজালাল বলেন, শ্রীনগরের সমাসপুর ওভারব্রিজ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় তার ডান পা হাঁটু থেকে আলাদা হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে আমি তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মুন্সিগঞ্জ থেকে পা বিচ্ছিন্ন এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন। তার নাম-পরিচয় জানা যায়নি।
কেএজেডআইএ/বিএ/জিকেএস
Leave a Reply