গজারিয়ায় আশঙ্কাজনক হারে বেড়েছে পাগলা কুকুরের উপদ্রব। গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন গ্রামে অন্তত অর্ধশতাধিক মানুষ কুকুরের আক্রমণের শিকার হয়েছেন। শুধুমাত্র বৃহস্পতিবারই কুকুরের কামড়ে আহত হয়েছেন ২২ জন। আহতদের মধ্যে ১৭ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি গ্রামে পাগলা কুকুরের উপদ্রব বেড়ে গেছে। কুকুরের কামড়ে সবচেয়ে বেশি আহত ছোট শিশু এবং নারীরা।
চর বাউশিয়া গ্রামের রায়হান জানান, বৃহস্পতিবার সকালে কুকুরের কামড়ে আহত হন তিনি। তাদের এলাকার অনেকেই পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন।
গজারিয়া ইউনিয়নের গোসাইর গ্রামের রিপন মিয়া বলেন, বাড়ি থেকে বের হয়ে পাগলা কুকুরের কামড় খান তিনি। অবস্থা এরকম কুকুরের ভয়ে কেউ বাড়ি থেকে বের হতে পারছেন না।
বালুয়াকান্দি ইউনিয়নের সদস্য রিটু প্রধান বলেন, কিছুদিন আগে তেতৈতলা গ্রামে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১৮ জন আহত হন। বাধ্য হয়ে এলাকাবাসী একজোট হয়ে পাগলা কুকুরটি মেরে ফেলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার হাসপাতালে মোট ১৭ জন রোগী এসেছিলেন। তার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবাশ্বেরা বিনতে আলম জানান, এক সপ্তাহে কুকুর এবং বিড়ালের কামড়ে আহত হয়ে অন্তত অর্ধশত মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। একসঙ্গে এত রোগী আগে কখনো আসেনি। হাসপাতালে ভ্যাকসিন সংকট রয়েছে। বিষয়টি মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
যুগান্তর
Leave a Reply