সিরাজদিখানে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা

নাছির উদ্দিন: মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশের ওপর হামলা চালিয়ে এক মাদক কারবারিকে ছিনিয়ে নিল তার সহযোগীরা । এ সময় মাদক কারবারিদের হামলায় আহত তিন পুলিশ সদস্য সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা মালখানগর ইউনিয়নের কাজিরবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

মাদক কারবারি মালখানগর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মালন কাজী (৫০) সে কাজিরবাগ গ্রামের গ্রামের মৃত রশিদ শিকদারের ছেলে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি ব‌লেন, গোপনসূত্রে মাদকের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে মাদক কারবারি মালন কাজীকে আটক করতে গেলে সে পুকুরে ঝাপ দিলে তার পরিবারের লোক জনের বাধা দেয়। এসময় পরিবারের লোকজনের সাথে ধস্তাধস্তির সময় ৩জন পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে ৩০লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ব্যপারে সিরাজদিখান থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল আনুমান ৯ টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে হারুন কাজীর ছেলে মালখানগর ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মালন কাজীকে মাদকসহ আটক করে সিরাজদিখান থানা পুলিশ। পরে মালন কাজীর ছেলে মৃদুল কাজী (২৫) স্থানীয় এলাকাবাসীর সহায়তায় ধৃত মাদক আসামী মালন কাজীকে ছিনিয়ে নেওয়ার সময় পুলিশের ওপর হামনা চালায়।

Leave a Reply