মুন্সীগঞ্জ বিএনপি: নির্বাচনে গেলে কে পাবেন মনোনয়ন?

মোজাম্মেল হোসেন সজল: তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘদিন ধরেই এমন দাবি জানিয়ে আসছে দলটি। বিএনপি যদি আগামী নির্বাচনে অংশ নেয় তাহলে দলীয়, উপ-দলীয় কোন্দলে বিপর্যস্ত মুন্সীগঞ্জ-৩ আসনে (সদর ও গজারিয়া) কে পাবেন মনোনয়ন- এ নিয়ে এখনই আলোচনার ঝড় বইছে নেতাকর্মীদের মধ্যে। এ আসনের পাঁচ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাই গুরুতর অসুস্থ হয়ে রাজনীতির বাইরে থাকায় এই আলোচনা চলছে সবখানে।

আব্দুল হাইয়ের অনুপস্থিতিতে দলীয় কাজের দেখভালের দায়িত্ব পালন করছেন তার ছোট ভাই জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন। জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন ও তার অনুসারীরাও বসে নেই। তারাও নির্বাচনকে সামনে রখে এবং বিরোধী আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

বা থেকে কামরুজ্জামান রতন, মো. মহিউদ্দিন ও এ কে এম ইরাদাত মনু

সম্প্রতি জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনে নেতা নির্বাচন নিয়ে মহিউদ্দিন পড়েছেন সমালোচনার মুখে। গত ২৬ জানুয়ারি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের পাঁচ সদস্যের একটি কমিটির অনুমোদন দেয়।

আংশিক এই কমিটিতে জেলা শহর থেকে কারো নাম না থাকায় সমালোচনা এখন মহিউদ্দিন ঘিরে। এই কমিটি নিয়ে ইতোমধ্যে আদালত প্রাঙ্গণে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনাও ঘটেছে। আবার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক যাকে মনোনীত করা হয়েছে তার রাজনীতিও জেলায় নেই বলে ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ।

এদিকে, আগামী নির্বাচন ঘিরে মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির দুই গ্রুপের বিরোধ আরও তুঙ্গে উঠছে। আব্দুল হাই নির্বাচনের আগে সুস্থ না হলে তার ছোট ভাই মো. মহিউদ্দিন ওরফে ভাই মহিউদ্দিন রয়েছেন প্রার্থীর তালিকায়। তার সমর্থকদের মধ্যেও এমনই আলোচনা শুরু হয়েছে। প্রার্থীর তালিকায় আছেন জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা।

এছাড়াও, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও শহর বিএনপির আহ্বায়ক এ কে এম ইরাদত মানুর নামও শোনা যাচ্ছে। তিনিও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা। তবে, এই মুহুর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ক্লিন ইমেজে থাকা কামরুজ্জামান রতন ও অপর গ্রুপের ভাই মহিউদ্দিন। দীর্ঘ বছর ধরে আব্দুল হাই এই আসনে সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি হওয়ার কারণে তার ছোট ভাই স্থানীয় বিএনপির রাজনীতিতে সবসময় থেকেছেন আলোচনা সমালোচনায়। ক্ষমতায় থাকালীন স্বাধীনতা পরবর্তী পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল ব্যবসার নিয়ন্ত্রণ, বালুমহাল, বদলী, টেন্ডার, মাদক, জমিজমা, বিচার-সালিস, পদ-পদবী বাটোয়ারা, পৌরসভা ও ইউপি নির্বাচনসহ ইলেকশনে প্রার্থী দেয়া- সবই ছিলো মহিউদ্দিনের নিয়ন্ত্রণে। সদর উপজেলা বিএনপির সভাপতির পদটি তার জন্য নির্ধারিত। বছরের পর বছর ধরে তিনি এই পদের একমাত্র মালিক।

বর্তমানেও তার আয়ের উৎস অবৈধ কারেন্ট জাল উৎপাদন, বিপণন এবং কারেন্ট জাল আয়রণ করা। আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর দলটির কতিপয় নেতাদের সঙ্গেও তার বেশ সখ্যতা।

এদিকে, কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ নিয়ে জেলার রাজনীতিতে সোচ্চার হলে দ্বন্দ্বের শুরু হয় জেলা সদরের মুন্সীগঞ্জ-৩ আসনটিতে। এ আসনটিতে একক ক্ষমতাধর ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক আব্দুল হাই ও তার ছোট ভাই জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ভাই মহিউদ্দিন। এক সময় গোটা পঞ্চসার ইউনিয়নসহ দুটি উপজেলা বিএনপি ছিলো ভাই মহিউদ্দিনের নিয়ন্ত্রণে।

দীর্ঘ সময় তারা একক ভাবে বিএনপিকে নিয়ন্ত্রণ করেছেন। যখন তখন যাকে তাকে পদ দিয়েছেন, আবার বহিস্কার করেছেন। কামরুজ্জামান রতন জেলা বিএনপির সাধারণ সম্পাদক থেকে পুনরায় জেলা বিএনপির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। বর্তমানে একক ভাবে মহিউদ্দিন গং পদ বাটোয়ারা সুযোগ থেকে বঞ্চিত। সম্প্রতি ছাত্রদলের নতুন কমিটি গঠনেও পদ ভাগাভাগি করে কমিটি দেয়া হয়।

এদিকে, জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাই ও সদস্য সচিব কামরুজ্জামান রতন দু’জনেরই বাড়ি গজারিয়া উপজেলায়। তবে, আব্দুল হাই ও মহিউদ্দিন সদর উপজেলা মুক্তারপুরে দীর্ঘ সময় ধরে বসতি করে বসবাস করছেন।

স্থানীয়দের মতে, পঞ্চসার ইউনিয়ন এলাকাটি অবৈধ কারেন্ট জাল তৈরির জন্য বিখ্যাত। দীর্ঘদিন ক্ষমতায় আসিন ও দলীয় শীর্ষ পদে থাকায় কারেন্ট জাল ব্যবসা ও কারেন্ট জাল মেশিনারিজ আমদানির নিয়ন্ত্রক ছিলেন ভাই মহিউদ্দিন। ভাই মহিউদ্দিন ও তার বন্ধু পঞ্চসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান ছোট-বড় শত শত ফ্যাক্টরী থেকে চাঁদা উত্তোলন করতেন এবং যারা মেশিনারিজ আমদানি করতেন তাদের বড় অংকের একটি চাঁদা দিতে হতো তাদের। এক বিশাল জনগোষ্ঠির ইউনিয়ন পঞ্চসার। সদরের তিন-চারটি ইউনিয়নের সমান ভোট (প্রায় ৬০ হাজার ভোটার) এই একটি ইউনিয়নে। একসময় পঞ্চসার মানেই বিএনপি।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালেও এই ইউনিয়নের কোন গ্রামে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীসহ কোনো দলীয় কর্মকাণ্ড চালাতে পারতো না ভাই মহিউদ্দিন গংদের তাণ্ডবে। এখন খোদ পঞ্চসারেই অস্তিত্বহীন ভাই মহিউদ্দিন ও তার অনুসারীরা। আওয়ামী লীগের সঙ্গে মিলতাল করে অবৈধ কারেন্ট জাল তৈরি ও আয়রণ ব্যবসা করছেন। গত দুটি ইউপি নির্বাচনে (একটিতে ধানের শীষ প্রতীক) ভাই মহিউদ্দিন তার বন্ধু হাবিবুর রহমানকে প্রার্থী দিয়েও জয়ের মুখ দেখতে পাননি। এই দুটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নৌকার প্রার্থীও ভোট ব্যাংকে তেমন এগোতে পারেননি।

স্থানীয়রা আরও জানান, পারিবারিক বিরোধ, কারেন্ট জালের আধিপত্য, কারেন্ট জালসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি এবং ইউপি নির্বাচনে প্রার্থী নিয়ে চাচাতো ভাই গোলাম মোস্তফার সঙ্গে ভাই মহিউদ্দিন পরিবারের বিরোধ দেখা দেয়। কারেন্ট জাল ব্যবসার একচ্ছত্র অধিপতি ছিলেন ভাই মহিউদ্দিন এবং পঞ্চসার ইউনিয়ন ছিলো বিএনপির দুর্গ। এই অঞ্চলে আওয়ামী লীগ কোনো দিন কোনো কর্মসূচি পালন করতে পারেনি। ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকাকালে আওয়ামী লীগের প্রবীণ ও সাহসী নেতা বছির মাদবর মুক্তারপুর এলাকায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালনের উদ্যোগ নেয়। এতে বশির মাদবরকে গোলাম মোস্তফা গং কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

গোলাম মোস্তফা জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেন। এরপর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাবেল, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের ভাতিজা আদরসহ এমপি সমর্থক কয়েকজন ছাত্রলীগ নেতাকে অপহরণ করে নিয়ে যায় গোলাম মোস্তফা গং। এরপর ওই ছাত্রনেতাদের বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।

এরই মধ্যে গোলাম মোস্তফা স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষের সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়। কারাগারে থেকে গোলাম মোস্তফা বিএনপি এবং নৌকার প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিনের ছোট ভাই জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছ-উজ্জামান ও জেলা আওয়ামী লীগ সভাপতির বড় ছেলে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব গোলাম মোস্তফার পক্ষে প্রকাশ্যে মাঠে কাজ করেন। মোস্তফা আওয়ামী লীগে যোগদান এবং চেয়ারম্যান হওয়ার পর পঞ্চসারে কমতে থাকে বিএনপির সমর্থক। পঞ্চসারের শত শত কারেন্ট জালের ব্যবসাপ্রতিষ্ঠানের চাঁদাবাজিসহ নিয়ন্ত্রণ চলে যায় মোস্তফার কাছে। এরপর গত ইউপি নির্বাচনেও গোলাম মোস্তফা নৌকা ও বিএনপি সমর্থিত হাবিবুর রহমানকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।

এদিকে, অব্যাহত ভাবে কারেন্ট জাল ফ্যাক্টরিগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান চলতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন কারেন্ট জাল ব্যবসায়ীরা। এসব ফ্যাক্টরিতে আবার কয়েক হাজার শ্রমিকও আছে। বিভিন্ন মিছিল-মিটিংয়ে ফ্যাক্টরিতে শ্রমিকদের নেয়া হয়। একের পর এক অভিযানে কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়।

অভিযোগ আছে, গত বছরের ২১ সেপ্টেম্বর মুক্তারপুরে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের যে সংঘর্ষ হয় তাতে ইন্ধন ছিলো কারেন্ট জাল ফ্যাক্টরির মালিকদের। এটা ছিলো পরিকল্পিত হামলা। ঢাকা থেকে বিএনপির যে শীর্ষ নেতারা মুক্তারপুরে মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়েছিলেন তারাও জানতো না এ রকম ঘটনা ঘটবে। বিরোধী আন্দোলনগুলো শহরের বাইরে মুক্তারপুরেই কয়েক মিনিটের জন্য পুলিশের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ ভাবে হয়ে আসছে। কিন্তু আকস্মিক সে দিনের ঘটনা কারেন্ট জালের সূত্র ধরেই ঘটানো হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

এদিকে, জেলা শহরের দলীয় কার্যালয়েও বিএনপির ত্যাগী, পরীক্ষিত নেতাকর্মীদের এখন আর চোখে পড়ে না। অনেক নেতাকর্মী দলীয় কার্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন।

অবজারভার

Leave a Reply