মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল তৈরি ও বিপণনের অভিযোগে দায়ের করা দুটি এবং পুলিশের কাজে বাঁধা দেয়ার মামলার আসামি বিএনপি নেতা মো. মহিউদ্দিনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার মুন্সীগঞ্জ আমলী আদালত-১ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস এ আদেশ দেন।
এদিন সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠায় পুলিশ। আদালত রিমান্ড মঞ্জুর না করে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।
মো. মহিউদ্দিন ওরফে ভাই মহিউদ্দিন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক। তিনি জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের ছোট ভাই।
এর আগে বুধবার দুপুরে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর থেকে মো. মহিউদ্দিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। বুধবার মামলার জামিন শুনানী হয়নি।
গত ২১ মে অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল জব্দের ঘটনায় এসআই আলামিন ও এসআই নাসিরউদ্দিন বাদি হয়ে দুটি মামলা করেন। ২০২০ সালের ১২ জুন পঞ্চসারের দুর্গাবাড়ি এলাকায় পুলিশের কর্তব্য কাজে বাঁধা দেয়ার অভিযোগে ১৪ জুন মহিউদ্দিনকে প্রধান আসামি করে তার চাচাতো ভাই গোলাম কিবরিয়ার নামে সদর থানায় মামলা হয়। এসআই ফেরদাউস বাদি হয়ে মামলা করেন।
অবজারভার
Leave a Reply