শ্রীনগরে পশ্চিম নওপাড়ায় কৃষি জমি কাটার মহোৎসব

শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পশ্চিম নওপাড়া ও টুনিয়ামান্দ্রা চকে চলছে কৃষি জমি কাটা ও ভরাটের মহোৎসব। বাড়ৈগাঁও-বিবন্দী প্রায় আড়াই কিলোমিটার পাকা সড়কের আশপাশে বিভিন্ন ফসলি জমি স্ক্যাভেটর মেশিন দিয়ে কাটা হচ্ছে। এসব জমির চারপাশে পকেটিং করার মধ্যে দিয়ে ড্রেজারে ভরাটের প্রস্তুতি নেয়া হচ্ছে। পশ্চিম নওপাড়া গ্রামের মো. আলমগীর হোসেন অবৈধভাবে স্ক্যাভেটর (ভেক্যু) মেশিন দিয়ে এসব জমির মাটি কাটছেন বলেন অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, যত্রতত্রভাবে ভেক্যু দিয়ে মাটি কাটার ফলে অন্যান্য কৃষি জমিগুলো হুমকির মুখে পড়ছে। এরই মধ্যে ড্রেজার ব্যবসায়ী আলমগীর পশ্চিম নওপাড়া গ্রামের সাবেক এক পুলিশ কর্মকর্তার বাড়ির সংলগ্ন পাকা সড়কের পূর্ব পাশে কৃষি জমি ভেক্যু দিয়ে কাটে পকেট বানাচ্ছেন। তার পাশেই অথাৎ সড়কের পশ্চিম পাশে প্রায় দুই একর কৃষি জমি ড্রেজার সংযোগের মাধ্যমে ভরাট কর্মযজ্ঞ চালাচ্ছেন তিনি। এছাড়া একই সড়কের পশ্চিম নওপাড়া মাদ্রাসা থেকে সামান্য দক্ষিণ দিকে ঝুলদী গ্রামের জন্য নির্মিত কাঁচা রাস্তা সংলগ্ন আলাদা আলাদাভাবে আলগীরের নিয়ন্ত্রাধীন ভেক্যু দিয়ে প্রায় ৫ একর কৃষি জমির মাটি কাটা হচ্ছে।

অপরদিকে মাটি কাটার এসব ভাড়ি যন্ত্র (ভেক্যু) এক জায়গা থেকে অন্য জায়গায় আনা নেয়া ক্ষেত্রে এলাকার প্রধান পাকা সড়কটির (এলজিইডি) ব্যাপকভাবে ক্ষতিসাধন করবার চিত্র চোখে পড়েছে। ভেক্যুর ওভারলোডিংয়ে ধারালো লোহার চেন চাকার ঘর্ষণে সড়কের কার্পেটিং ফুটু হওয়ার পাশাপাশি পিচ উঠে গেছে। আশঙ্কা করা হচ্ছে বৃষ্টি মৌসুমে সড়কের পিচ উঠে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটি বেহাল হয়ে পড়বে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাটি খেকো আলমগীর হোসেন নিয়ননীতির তোয়াক্কা না করে স্থানীয় প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে দিনরাত সমান তালে অবৈধ ড্রেজার বাণিজ্য করে আসছে। আলমগীর হোসেন এলাকায় প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীরা প্রকাশ্যে তার এই কর্মকান্ডের বিষয়ে মুখ খুলতে পান না।

নাম প্রকাশ না কারার শর্ত এক প্রতিনিধি বলেন, উপজেলা ব্যাপী এখন বিভিন্ন চকে অবাদে কাটা হচ্ছে ফসলি জমি। ভরাট করা হচ্ছে অসংখ্য জলাধার। আবার কৃষি জমির মাটি বিক্রি করে বানানো হচ্ছে কুম/পুকুর। আর এ ধরণের অনিয়ম করা হচ্ছে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্টদের বিনা অনুমতিতে। রাত পোহালেই দেখা যাচ্ছে জলাধার হয়ে যাচ্ছে উঁচু ভূমি। আর ফসলি জমি হয়ে যাচ্ছে পুকুর। দ্রুত এসব জমির রকম পরিবর্তণ হয়ে যাচ্ছে কোন রকম ছাড়পত্র ছাড়াই! দেখার যেন কেউই নেই? এমনটা চলতে থাকলে কালের বিবর্তণে এ অঞ্চলে ফসলি জমি সব হারিয়ে যাবে। এতে খাদ্য উৎপাদন সংকটের মধ্যে পড়বে।

সুশীল মহল বলেন, দেশের প্রচলিত আইনে বলা আছে ১৮ ‘ক’ এর অনুচ্ছেদে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ ও জলাধার সংরক্ষণ আইন-২০০০’র বিধান অনুযায়ী খাল-বিল, নদী-পুকুর ও জলাশয় ভরাট নিষিদ্ধ হলেও স্থানীয় প্রভাবশালী ড্রেজার ও মাটি সিন্ডিকেট চক্রের সদস্যদের ক্ষমতার কাছে পেরে উঠছে না প্রশাসন। স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালিয়ে ছাড়পত্রবিহীর মাটি উত্তোলন কাজে ব্যবহিৃত ড্রেজার ও মাটি কাটার যন্ত্র স্ক্যাভেটর মেশিন আটক করে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে আর্থিক জরিমান আদায় করছেন। তবে মাটি খেকোদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন না করায় একই অপরাধমূলক কাজে কদিন বাদেই সংশ্লিষ্ট মাটি খেকোরা বহাল তবিয়দে থাকতে দেখা যাচ্ছে।

এমনই একজন কুকুটিয়া এলাকার পশ্চিম নওপাড়া গ্রামের রুহুল আমীন শেখের ছেলে ড্রেজার ব্যবসায়ী আলমগীর হোসেন। সে পশ্চিম নওপাড়া, টুনিয়ামান্দ্রা, ঝুলদী, পাড়াগাঁও ও কর্কটপাড়া চকে অসংখ্য কৃষি জমি কাটার পাশাপাশি জলাশয় ভরাট বাণিজ্যে বহাল তবিয়দে বিরাজমাণ আছেন। আলমগীর হোসেন অবৈধভাবে এলাকার বিভিন্ন গ্রামীন রাস্তাঘাট কেটে ও ছিদ্র করে ড্রেজার পাইপলাইনের সংযোগ দিয়ে ও ভাড়ি ভেক্যু আনা নেয়া করে এখানকার কাঁচাপাকা সড়কের ব্যাপক ক্ষতিসাধন করছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আলমগীর হোসেন বলেন, পশ্চিম নওপাড়া সাবেক এসপির বাড়ির পাশে ড্রেজার দিয়ে একটি কৃষি জমি ভরাট করছেন। ঝুলদী-টুনিয়ামান্দ্রা চকে ভেক্যু দিয়ে কৃষি জমি কাটার বিষয়ে তিনি বলেন, ওখানে একটি ভেক্যু আমার। বাকি কাজে যে ভেক্যু ওইটা অন্যের। ভেক্যু আনা নেয়া করে প্রধান পাকা সড়কটির ক্ষতিসাধন করার বিষয়ে তিনি বলেন, বুঝতে পারিনি। এভাবে রাস্তার ক্ষতি হয়ে যাবে। এসব জমি কাটা ও ভরাট কাজে তার কাছে কোন ছাড়পত্র নেই বলেও স্বীকার করেছেন তিনি।

এ বিষয়ে কুকুটিয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. নাসিরউদ্দিন জানান, বিষয়টি আমার জানা নেই। তবে আগামীকাল সরেজমিনে গিয়ে দেখে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।

নিউজজি

Leave a Reply