অগ্নিকাণ্ডে তুলার গুদাম ও প্লাস্টিক কারাখানা পুড়ে ছাই

মুন্সিগঞ্জ সদরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে একটি তুলার গুদাম ও প্লাস্টিক কারাখানা। মঙ্গলবার (৬ জুন) দুপুর ১টার দিকে উপজেলার পঞ্চসার ভট্টাচার্যেরভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে মালামাল পুড়ে গেলও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রতিষ্ঠানটির মালিক পক্ষের দাবি আগুনে ক্ষতির পরিমাণ ১০ লক্ষাধিক টাকা

প্রতক্ষ্যদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ মোফাজ্জল হোসেনের তুলার গুদামে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের প্লাস্টিকের কারখানায়। এ সময় আশপাশের লোকজন পানি ও বালু ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও এরইমধ্যে গুদামঘর ও কারখানার বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

প্রতিষ্ঠান দুটির মালিক মোফাজ্জল হোসেন বলেন, দুপুরে বিদ্যুৎ যাওয়ার পর আমরা সবাই বসেছিলাম। হঠাৎ বিদ্যুৎ আসায় মেশিনে হিট দিতে গেলে দেখি তুলার গোডাউনে আগুন। আমার মালামাল মেশিনসহ ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ আহত হয়নি।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইউসুফ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নেভানো হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি৷ দ্রুত আগুন নির্বাপণ করায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।

আরাফাত রায়হান সাকিব/এফএ/এমএস

Leave a Reply