প্রখর রোদে সমাবেশ, অসুস্থ হয়ে ১৩ শিক্ষার্থী হাসপাতালে

জেলার সিরাজদীখানে প্রখর রোদে দাঁড়িয়ে প্রাত্যহিক সমাবেশ (পিটি) ও পুলিশের সচেতনামূলক কর্মসূচির পর অন্তত ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার (৪ জুন) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

এতে অসুস্থ ৭ম শ্রেণির ছাত্রী আছিয়া আক্তার, নুসরাত, আয়শা, নাফিজা, সাদিয়া, কবিতা, মনিকা, ৬ষ্ঠ শ্রেণির হাফছা, ফাতেমাসহ আরও বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে।

গরমে যেখানে দুর্বিষহ অবস্থা, সেখানে রোদে দাঁড়িয়ে সচেতনামূলক কার্যক্রমের প্রয়োজনতা নিয়ে অভিযোগ তুলেছে অভিভাবক ও শিক্ষার্থীরা।

তবে প্রধান শিক্ষক আমিন উদ্দিনের দাবি, গরমের কারণে ৩ মাস ধরে স্কুলে প্রতিটি ক্লাশেই শ্রেণিশিক্ষক দিয়ে ১৫মিনিট পিটি করানো হয়। কিন্তু রোববার সিরাজদীখান থানা পুলিশের একজন অফিসার বিট পুলিশিংয়ের কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের ক্লাশের বাহিরে নিয়ে ইভটিজিং, মাদক বিরোধী বিষয়ে আলোচনা করেন। সেখানেই কিছু শিক্ষার্থী গরমে অসুস্থ্ হয়ে পড়ে। তখন তাদের হাসপাতালে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বলেন, আমার এখানে ভবানীপুর বিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থী ভর্তি আছে। বর্তমানে তাদের অবস্থা ভালো। আশা করছি সবাই দ্রুত সুস্থ্ হয়ে উঠবে। এর আগে তীব্র রোদে দাঁড়িয়ে থাকায় অতিরিক্ত গরমে তারা অসুস্থ হয়ে পড়ে।

সিরাজদীখান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসুস্থতার ঘটনা আমাকে জানিয়েছে। কিছু শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছে। তবে শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনাটি দুঃখজনক।

student

মুন্সিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিদিন প্রাত্যহিক সমাবেশ (পিটি) হয়। আজ রোববার পিটি চলাকালীন আমাদের কাজের অংশ হিসেবে সিরাজদীখান থানার এ এস আই কামরুল ইসলাম উপস্থিত থেকে শিক্ষার্থীদের পিতা মাতার প্রতি শ্রদ্ধাবোধ, মোবাইল ব্যবহারে সতর্কতা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে সচেতনা এ সব বিষয় নিয়ে ৪ থেকে ৫ মিনিট অলোচনা করেন । এসময় কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে ।

ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের রিচালনা পরিষদের সভাপতি ও জৈনসার ইউপি চেয়্যারম্যান রফিকুল ইসলাম দুদু বলেন, সিরাজদীখান থানার কামরুল ইসলাম নামে একজন অফিসার আমাদের বিদ্যালয়ে এসে সচেতনামূলক কথা বলার জন্য শিক্ষার্থীদের মাঠে বের করে ছিলেন। ওই সময়তেই শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ তীব্র রোদে দাঁড়িয়ে থেকে গরমে অসুস্থ্ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

প্রতিনিধি/এসএস

Leave a Reply