মুন্সীগঞ্জে কৃষক লীগের সাধারণ সম্পাদক প্রার্থীকে মারধরের অভিযোগ

সোমবার (৫ জুন) বিকেলে সদর উপজেলায় দরগাবাড়ি সানাই কমিউনিটি সেন্টারে জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ ঘটনা ঘটে। জানা গেছে, কাউন্সিলরদের নিয়ে দ্বিতীয় অধিবেশন চলাকালে অর্ধশতাধিক বাহিরাগত প্রবেশ করে বিশৃঙ্খলা ছাড়াও চেয়ার ভাঙচুর করে। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অসদাচরণ করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ফলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন মুলতবি করা হয়। এ জন্য নতুন কমিটি নির্বাচন করতে পারেনি কেন্দ্রীয় নেতারা। এই পরিস্থিতিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পুরাতন কাচারীস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, কমিটি গঠন নিয়ে হট্টগোল হওয়ায় দ্বিতীয় অধিবেশন মুলতবি করা হয়েছে।

এদিকে আহতাবস্থায় সাধারণ সম্পাদক প্রার্থী রিপনকে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার ওপর হামলার ঘটনার পর থেকে মুন্সীগঞ্জে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলা কৃষক লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন বর্তমান সভাপতি মহসিন মাখন ও মনিরুজ্জামান শরীফ এবং সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন শেখ মনিরুজ্জামান রিপন ও শামসুল আলম। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বিকেলে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এ সময় সেখানে বহিরাগতরা প্রবেশ করে সাধারণ সম্পাদক প্রার্থী মনিরুজ্জামান রিপনকে এলোপাতাড়ি মারধর করে।

সম্মেলনের সভাপতি প্রার্থী মু. মনিরুজ্জামান শরীফ এই হামলার ঘটনায় সভাপতি প্রার্থী মহসিন মাখনের সমর্থিত বহিরাগত লোকজন জড়িত বলে দাবি করেছেন। তবে এ অভিযোগ সঠিক নয় দাবি করে কৃষক লীগের সভাপতি মহসিন মাখন বলেন, কখনোই কৃষক লীগের সদস্যই ছিলেন না এমন ব্যক্তিরা সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ায় কমিটি গঠন নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়।

অন্যদিকে সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেছেন, কমিটি গঠন নিয়ে হট্টগোল হওয়ায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন মুলতবি করা হয়। এ জন্য নতুন কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি। এদিকে প্রথম পর্বে বিশেষ অতিথি থাকলেও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দ্বিতীয় পর্বে সম্মেলন স্থলে যাননি। তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে হট্টগোল সম্পর্কে কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র বলেন, ‘কৃষক লীগ মুন্সীগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শান্তিপূর্ণভাবে শেষ হয়। এরপর যখন আমরা দ্বিতীয় অধিবেশন কাউন্সিলরদের নিয়ে শুরু করতে যাচ্ছিলাম তখন হঠাৎ করে সন্ত্রাসী বাহিনী ঢুকে কাউন্সিলরদের মারধর করে কৃষক লীগের সম্মেলন পণ্ড করে দেয়। আমরা যারা কৃষক লীগের কেন্দ্রীয় নেতা সেখানে ছিলাম, আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীকালে সম্মেলন স্থগিত ঘোষণা করে ঢাকায় চলে আসি। এ বিষয়ে আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেব।’

কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কোনো লোক এমন অসদাচরণ করতে পারেন না। কৃষক লীগের সম্মেলন হবে কৃষক লীগের গঠনতন্ত্র মোতাবেক। এখানে কারো অনৈতিক হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুজ্জামান বলেন, ‘সম্মেলনস্থলের বাইরে আমাদের ফোর্স ছিল। হট্টগোল কিংবা মারামারির বিষয়ে কোনো পক্ষ এখনও লিখিত অভিযোগ করেনি।’

এর আগে বেলা ১১টার দিকে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন।

জেলা কৃষক লীগের সভাপতি মহসিন মাখনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। প্রধান বক্তার বক্তব্য দেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানা তাহমিনা, মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস ছালাম ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-মাহমুদ বাবু প্রমুখ।

সময় সংবাদ

Leave a Reply