সরকারি শৌচাগার দলিল লেখকের চেম্বার!

মুন্সিগঞ্জে একটি সরকারি শৌচাগার দখল করে দলিল লেখকের চেম্বার নির্মাণ করার অভিযোগ উঠেছে। জেলার টঙ্গীবাড়ি উপজেলার সাব-রেজিস্টার কার্যালয়ের সরকারি শৌচাগারকে দলিল লেখকের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে সেবা নিতে আসা মানুষজন।

মঙ্গলবার (৬ জুন) সকালে সাব-রেজিস্টার কার্যালয়ে গিয়ে দেখা যায়, সরকারি অর্থায়নে নির্মিত শৌচাগারে দলিল লেখক জাকির মাদবর ও তার ছেলে মাহমুদুল হাসান সেবা গ্রহীতাদের নিয়ে কাজ করছেন।

জানা গেছে, সাব-রেজিস্টার কার্যালয়টি এক সময় উপজেলার আদালতের কার্যালয় ও জেলখানা ছিল। সেই সময় তৈরি হয় শৌচাগারটি। পুরাতন শৌচাগারের লোহার দরজাসহ বিভিন্ন মালামাল দলিল লেখক জাকির মাদবর ও তার ছেলে মাহমুদুল হাসান নিলাম ছাড়ই বিক্রি করে দেন বলেও অভিযোগ পাওয়া গেছে। সেখানে সরকারি ভবনের ডিজাইন পরিবর্তন করে ব্যক্তিগত কাজের জন্য শৌচাগার ভেঙ্গে চেম্বার তৈরি করেছেন অভিযুক্তরা।

এছাড়া দলিল লেখক বাবা-ছেলের নামে জাল দলিল তৈরির অভিযোগ রয়েছে। কোনো একাডেমিক সনদ না থাকলেও সরকারি লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক দাবি করে সাইনবোর্ডও লাগানো হয়েছে। এভাবে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন তারা। তবে ছেলে মাহমুদুল হাসান সরকারি দলিল লেখক হলেও অবৈধ ও ভুয়া দলিল তৈরির দায়ে ২০২১ সালে তার বিরুদ্ধে আদালতে মামলা হয়। সে সময় তাকে গ্রেপ্তারও করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত মাহমুদুল হাসান জানান, তিনি এ শৌচাগার দখলের বিষয়ে জানেন না। তার পিতা জাকির মাদবর জানেন।

এ বিষয়ে জাকির মাদবর জানান, সরকারি শৌচাগারটি পরিত্যক্ত থাকায় সেখানে তিনি দলিল লেখকের চেম্বার করেছেন।

উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি দুঃখজনক। কীভাবে তিনি সেখানে চেম্বার তৈরি করেছেন তা আমি জানি না। তবে সরকারি শৌচাগার দখল করে দলিল লেখক চেম্বার করা তার ঠিক হয়নি।

এ বিষয়ে টঙ্গীবাড়ি উপজেলা সাব-রেজিস্টার স্বপন কুমার দে ঢাকা পোস্টকে বলেন, এটা সরকারি সম্পত্তি। দেখার দায়িত্ব উপজেলার। বিষয়টি নিয়ে আমাকে বলে লাভ কি?

এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রাসেদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, সাব-রেজেস্ট্রি অফিসের ওখানে কে বা কারা শৌচাগার দখল করে চেম্বার করছে বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নিব।

ব.ম শামীম/এবিএস

Leave a Reply