সিরাজদিখানে যাতায়াতের রাস্তা কেটে সরিয়ে নেওয়ার অভিযোগ

নাছির উদ্দিন: মুন্সিগঞ্জের সিরাজদিখানে পশ্চিম শিয়ালদি প্রধান সড়ক হতে রব চোকদার বাড়ি পর্যন্ত যাতায়াতের রাস্তা কেটে মাটি সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী বাবুল দেওয়ানগংদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদি গ্রামে। এবিষয়ে গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয় স্থানীয় ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানাযায়, ইছাপুরা ইউনিয়নের শিয়ালদি মৌজার ৬৯৫ নং খতিয়ানের আর.এস ০৯ দাগের জমির উপর দিয়ে নির্মিত রাস্তাটি বাবুল দেওয়ান (৪৮), নান্টু দেওয়ান (৩৬) ও সেন্টু দেওয়ান আরো লোকজন নিয়ে রবিবার ভোর সকালে রাস্তাটি কেটে ফেলে। সেখানে স্থানিয়রা বাধা দিতে গেলে তারা স্থানীয়দের গালিগালাজসহ হত্যার হুমকি প্রদান করে। পরবর্তীতে বিষয়টি ভুক্তভোগী আঞ্জুমান বাদি হয়ে সিরাজদিখন থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে স্থানীয় আব্দুর রব চোকদার, মালেক হোসেন, বাবু দেওয়ান, কাকলি বেগম, আবু কালাম দেওয়ান, আমিনুল চোকদার, শফিউদ্দিন চকদারসহ একাধিক এলাকাবাসী জানান, রাস্তাটি দিয়ে এলাকার প্রায় কয়েক শতাধিক লোক দৈনিক যাতায়াত করে। গতকাল সকালে নান্টু দেওয়ান গং রা এসে রাস্তাটি কেটে ফেলায় যাতায়াতে সকলের ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তাটি এমন ভাবে কাটায় এলাকার প্রসূতি মহিলাসহ রোগীদেরকে আনা নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। এতে করে এলাকার কোমলমতি শিক্ষার্থী ও বৃদ্ধরা রাস্তাটা দিয়ে চলাচল করতে দুর্ভোগে পড়ছে। আমরা চাই দ্রুত রাস্তাটি যেন আগের মতো চলাচলে উপযোগী করে দেওয়া হয়।

ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন মিয়া বিলেন, রাস্তাটি ইউনিয়ন পরিষদের বরাদ্দে তৈরি করা হয়েছিল। তারা অবৈধভাবে রাস্তাটি কেটে ফেলেছে। ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতেছি।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম তানভীর বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার ভূমিকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

Leave a Reply