মুন্সীগঞ্জে ১০ বছর পর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আহ্বান করা হয়েছে। এ সম্মেলন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা বইছে। ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ের নেতারা কর্মী সংগ্রহে কাজ করে যাচ্ছেন। আগামী ১০ জুন শহরের মুন্সীগঞ্জ স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। সম্মেলনে বিপুল লোক সমাবেশ ঘটানোর লক্ষ্যে স্থানীয় পর্যায়ের নেতারা মাঠে কাজ করে চলেছেন।
বর্তমান কমিটির সাধারণ সম্পাদককে নিয়ে বিতর্ক থাকলেও অন্য কেউ প্রার্থী হবেন- এ আভাসও মেলেনি।
একটি পক্ষের সমর্থনের কারণে ইচ্ছে থাকলেও কেউ প্রার্থী হওয়ার সাহস দেখাতে পারছেন না বলে দলীয় একাধিক নেতার অভিযোগ।
আগামী ১০ জুন এই সম্মেলন উদ্বোধন করবেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধুর একান্ত সহচর মোহাম্মদ মহিউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
আরও উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
দলীয় একাধিক নেতা জানান, গত ২০১৩ সালে মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ৬৭ সদস্যের কমিটি গঠন করা হয়। সেই কমিটির সভাপতি হন আফছার উদ্দিন ভূঁইয়া আফসু ও সাধারণ সম্পাদক শামসুল আলম কবির।
দল ক্ষমতায় আসা এবং আধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পর কবির মাষ্টার নানা ভাবে বিতর্কিত হয়ে পড়েন। ২০২১ সালের ২৮ নভেম্বর মুন্সীগঞ্জ সদরের আধারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ভোটের অংকে তৃতীয় অবস্থানে ছিলেন। এর আগে ২০১৬ সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন। ওই বছর আধারা ইউনিয়নের বিএনপি সমর্থিত কোন প্রার্থী নির্বাচনে আসেনি।
এদিকে, সভাপতি হিসেবে পুনরায় প্রার্থী হচ্ছেন চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফছার উদ্দিন ভূঁইয়া আফসু। তার বিকল্প কোন প্রার্থী নেই এ পদে প্রতিদ্বন্দ্বিতা করার মতো।
জেলা আওয়ামী লীগের সভাপতির বড় ছেলে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লবের ইচ্ছায় শামসুল আলম কবির পুনরায় সাধারণ সম্পাদক হচ্ছেন- এমন আলোচনা দলীয় নেতাকর্মীদের মধ্যে।
এ বিষয়ে ফয়সাল বিপ্লব বলেন, তিনি সদর উপজেলা আওয়ামী লীগের কেউ নন। এগুলো মিথ্যা কথা।
অবজারভার
Leave a Reply