দুই ধারায় বিভক্ত মুন্সীগঞ্জ আওয়ামী লীগ, বেকাদায় স্থানীয় এমপি!

মোজাম্মেল হোসেন সজল: পদ-পদবী আর নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে বিপর্যস্ত মুন্সীগঞ্জ আওয়ামী লীগ। জেলা থেকে শুরু করে প্রতিটি উপজেলা ও পৌর ইউনিটগুলোও দুই ধারায় বিভক্ত। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর জেলা থেকে ইউনিয়ন পর্যায়ের সুযোগ-সন্ধানীরা হয়েছেন অর্থ বিত্তের মালিক। জমি দখল, দলের পদবী বিক্রি, ইউনিয়ন পরিষদ নির্বাচন, পদ্মার সেতুতে বালু সাপ্লাই, বালু উত্তোলন, টেন্ডার, জমি ভরাট করে প্রতাপ বিস্তারকারীরা হয়েছেন লাভবান। এই অর্থবিত্তের মধ্যে এগিয়ে আছেন শীর্ষ পর্যায়ের নেতৃত্বদানকারীরা।

এদিকে, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ বরাবরই দুই গ্রুপে বিভক্ত। ক্ষমতার লড়াই নিয়ে এই দ্বন্দ্ব।

২০১৪ সালের ৫ই জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রথম সংসদ সদস্য হওয়ার পর লড়াই করে চলেছেন মৃণাল কান্তি দাস। আধোবধি বড় কোন পদ ভাগিয়ে নিতে পারেননি স্থানীয় এই সংসদ সদস্য। ভাগ্যে জুটেছে তার জেলা স্বেচ্ছাসেবক লীগ। দুই মেয়াদে সংসদ সদস্য হওয়ার পরও তার নির্বাচনী আসন-৩ এর অধীনে থাকা আওয়ামী লীগের পদ-পদবীর শীর্ষ কোন নেতৃত্বই পায়নি তার অনুসারিদের কেউ।

লড়াই করে শূন্য হাতেই ফিরেছেন বারবার। বলই ভাঙ্গতে গিয়ে বার বার ব্যর্থ হয়েছেন তিনি। এর নেপথ্যে রয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। যিনি জেলার বিভিন্ন স্তরের পদ দিয়ে থাকেন। মোহাম্মদ মহিউদ্দিন বঙ্গবন্ধুর দেহরক্ষী ছিলেন, দায়িত্ব পালন করছেন জেলা পরিয়দের চেয়ারম্যান হিসেবেও। তার পাশে রয়েছেন দলের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান। তিনিও বছরের পর বছর ধরে এই পদে রয়েছেন।

এদিকে, জেলা আওয়ামী লীগের ভবিষ্যত নেতৃত্বে আসার লক্ষ্য নিয়ে মাঠে রয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতির বড় ছেলে মোহাম্মদ ফয়সাল বিপ্লব। বিপ্লব মুন্সীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র। জেলা আওয়ামী লীগ সভাপতির ছোট ভাই আনিছ-উজ্জামান আনিছ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানও। আনিছপুত্র আক্তারুজ্জামান রাজিব ছিলেন জেলা যুবলীগের সভাপতি। তার আরেকপুত্র জালালউদ্দিন রুমি রাজন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের জেলা সভাপতি। রাজন জেলা যুবলীগের সভাপতি হওয়ার চেষ্ঠা করছেন। রাজিব ও রাজন দুই ভাই রয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস গ্রুপে।

২০১৪ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৃণাল কান্তি দাস মহিউদ্দিন পরিবারের সাথে লড়ে যাচ্ছেন। কিন্তু দীর্ঘ বছর ধরে চেষ্ঠা করেও তিনি সফল হতে পারেননি। বর্তমানে সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের প্রধান প্রতিপক্ষ জেলা আওয়ামী লীগ সভাপতির ছেলে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

নানাভাবে চেষ্ঠা করেও মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহীনকে আওয়ামী লীগ থেকে সরাতে পারেননি এমপি মৃণাল। শাহীন এক সময় বিএনপি ও পরে বিকল্পধারা করতেন। একবার স্বতন্ত্র ও পরেরবার নৌকা প্রতীক নিয়ে মেয়র হয়েছিলেন। শাহীন প্রথমে এমপি মৃণাল অনুসারি ছিলেন এবং এমপি’র নির্দেশে জেলা আওয়ামী লীগ সভাপতিকে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। যোগদানের পরপরই এমপি মৃণাল কান্তি দাসের সাথে শাহীনের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। সর্বশেষ গেল ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে শাহীন মিরকাদিম পৌরসভায় নৌকা প্রতীক চাইলে সংসদ সদস্য মৃণাল কান্তি দাস বাঁধা হয়ে দাঁড়ায় এবং নৌকা এনে দেয় বিন্দুমাত্র পড়াশুনা না জানা পিঠা সালাম নামে পরিচিত এক ব্যক্তিকে। সংসদ সদস্যের বিরোধীতায় শাহীন মেয়র হতে না পারলেও পরবর্তীতে হয়ে যায় মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি।

গত বছরের ৩১ শে জুলাই রিকাবীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে মিরকাদিম পৌর আওয়ামী লীগের সম্মেলন আহ্বান করা হয়। এই সম্মেলন অনিয়মতান্ত্রিকভাবে করার অভিযোগ তুলে কেন্দ্র থেকে সম্মেলন স্থগিত করারও ব্যবস্থা করান সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। কিন্তু সম্মেলন আর স্থগিত হয়নি। জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের উপস্থিতিতে অনুষ্ঠিত সম্মেলনে শহিদুল ইসলাম শাহীন হয়ে যায় মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি। এরপর ১১ বছর পর গত ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় গজারিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেসন। এ সম্মেলনেও বিএনপির এবং জাতীয় পার্টি থেকে আসা আমিরুল ইসলাম সভাপতি ও আওয়ামী লীগ পরিবারের সদস্য মনসুর আহম্মেদ জিন্নাহ গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এখানেও ভাগ বসাতে পারেননি সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। লড়ে লড়ে শুধু ব্যর্থই হয়েছেন।

মহিউদ্দিন পরিবার দীর্ঘ বছর ধরে মুন্সীগঞ্জ আওয়ামী লীগকে শাসন করছেন। পদ-পদবী দেয়ার মালিক হওয়ায় জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সব স্থরের নেতারাই রয়েছেন মহিউদ্দিনের পক্ষে। আর এর সুফল নিচ্ছেন তার বড় ছেলে মোহাম্মদ ফয়সাল বিপ্লব। তিনি আগামী দিনে মুন্সীগঞ্জ আওয়ামী লীগের নেতৃত্ব দেয়ার লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন এবং তার পছন্দসই লোকেরাই পদ-পদবী পাচ্ছেন বলে দলীয় একাধিক নেতার অভিমত।

এরপর গত ৫ জুন মিরকাদিমের একটি কমিউনিটি সেন্টারে ১২ বছর পর জেলা কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বহিরাগত এবং কৃষকলীগ করে না এমনদের কাউন্সিলর বানানো অভিযোগ তুলা হয় এবং দ্বিতীয় অধিবেসনে কেন্দ্রীয় কৃষকলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে মৃণাল কান্তি দাস সমর্থিত জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান রিপনকে মারধর করা হয়। এতে সম্মেলন পন্ড হয়ে যায়।

এরপ্রেক্ষিতে জেলা কৃষকলীগের সভাপতি মহসিন মাখন সংবাদ সম্মেলন করে বলেন, সম্মেলনে যাদের সভাপতি ও সাধারণ সম্পাদক বানানোর চেষ্ঠা করা হয়েছিলো তারা কৃষকলীগ কমিটির কেউ নয় এবং তাদের ভুয়া কাউন্সিল করা হয়েছিলো, কমিটি ঘোষণার আগেই ফেসবুকে দেয়া হয়েছিলো। আমি দীর্ঘদিন ধরে সংগঠনের কাজ করেছি, আমাকে না জানিয়ে অবৈধভাবে কমিটি ঘোষণা করা হচ্ছিল। এই বিষয়টি আমি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতিতে জানালে তিনি প্রতিবাদ জানাতে কাউন্সিল অধিবেসনে আসেন। তখন হট্রগোল হলে কাউন্সিল অধিবেসন মূলতবি ঘোষণা করা হয়। মহসিন মাখন দীর্ঘদিন ধরেই স্থানীয় সংসদ সদস্যরে অনুসারি হয়ে বিভিন্ন সভা-সমাবেশে অংশগ্রহণ করছেন। আকস্মিক এই সম্মেলন ঘিরে সংসদ সদস্যের আরেক দুই অনুসারি কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হতে চাইলে বর্তমান সভাপতি মহসিন মাখন বেকে বসেন। তিনি ভিড়ে যান মহিউদ্দিন গ্রুপে।

এদিকে, আগামীকাল শনিবার (১০ জুন) মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেসন আহ্বান করা হয়েছে। এই সম্মেলনের মধ্য দিয়ে পুনরায় সভাপতি পদে আসছেন মো. আফছারউদ্দিন ভুঁইয়া আফসু ও সাধারণ সম্পাদক পদে শামসুল আলম কবির। এরাও মহিউদ্দন অনুসারি।

এমনিভাবে জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভায় দুই ভাগে বিভক্ত হয়ে চলছে আওয়ামী রাজনীতি। ১৪ বছর ধরে ক্ষমতায় থাকার সুবাদে দলটির সাংগঠনিক গতি আগের চেয়ে অনেকটা শক্তিশালী বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

অবজারভার

Leave a Reply