মুন্সিগঞ্জ সদরে মায়ের কাছ থেকে আট মাসের মেয়ে সন্তানকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বুধবার (৭ জুন) সকালে মুন্সিগঞ্জ পৌরসভার কাটাখালীর রনছ গাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সন্ধ্যায় শিশুটির মা আঁখি আক্তার তার স্বামী মঞ্জু হাসান দীপুর বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
দীপু সুনামগঞ্জের বেগমপুর গ্রামের তালেব আলীর ছেলে।
মা আঁখি আক্তার জানান, স্বামী মঞ্জু হাসান দীপু বিয়ের পর থেকেই তাকে মারধর করে আসছেন। যৌতুক চাওয়ার পাশাপাশি নির্যাতন করতেন। চার বছরের সংসার জীবনে তাদের একমাত্র সন্তান আমেনা আক্তার। শিশুটির বয়স ৮ মাস। তারা কাটাখালীর রনছ গাজীবাড়ি এলাকায় ভাড়া থাকেন।
বুধবার সকাল ৮টার দিকে মেয়েকে ঘরে রেখে গোসল করতে যান আঁখি আক্তার। গোসল করে আসার পর দেখেন ঘরে থাকা গহনা, নগদ টাকা ও মেয়েকে নিয়ে পালিয়েছেন তার স্বামী।
আঁখি আক্তার বলেন, ‘আমর মেয়েটা দুধের শিশু। ও কী খাইবো এখন? না জানি বিক্রি করে দেয় ওর বাবা। ওই মানুষ ভালো না। নেশার টাকার জন্য সব করতে পারে।’
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, ‘ডিউটি অফিসারের কাছে অভিযোগপত্রটি দিয়েছে। অভিযোগের কপি পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরাফাত রায়হান সাকিব/এসআর/ইএ
Leave a Reply