ক্রাইমজোন হিসেবে পরিচিত মুন্সীগঞ্জের নয়াগাঁও পূর্বপাড়া গ্রামে মাদকের বেচাকেনা নিয়ে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। নিহত বৃদ্ধ মতিউর রহমান কালাই (৫৮) একজন দিনমজুর। সে নয়াগাঁও পূর্বপাড়া গ্রামের মরহুম আব্দুল আলিম মোল্লার ছেলে।
এ ঘটনায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আরো তিনজনকে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ভাগিনা ওমর ফারুক ও স্থানীয়রা জানায়, নয়াগাঁও সরু রাস্তার পাশে ড্রেনের কাজ চলছে। এ কারণে পথচারিরা গ্রামের দিল মোহাম্মদের বাড়ির ভেতর দিয়ে যাতায়াত করতো। সকালে মতিউর রহমান কালাইয়ের ছেলে শাকিল দিল মোহাম্মদের বাড়ির ভেতর দিয়ে গেলে বাপ-ছেলেরা মিলে শাকিলকে রক্তাক্ত জখম করে। দিল মোহাম্মদের মাদক বিক্রিতে অসুবিধা হওয়ায় শাকিলকে মারধর করা হয় বলে এলাকাবাসী জানায়।
পরে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে শাকিল মুন্সীগঞ্জ থানায় এসে অভিযোগ দায়ের করে। এ ঘটনার পর দিল মোহাম্মদের স্ত্রী মাকসুদা বেগম মানছু (৪২)-কে মারধর করে। মানছু জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। মাকে আহত করার ঘটনায় চিহ্নিত মাদক বিক্রেতা দিল মোহাম্মদ, তার দুই ছেলে জুবায়ের ও জিহাদ গং দুপুর ১২ টার দিকে কালাইয়ের বাড়িতে হামলা চালায়। এ সময় দিল মোহাম্মদ গং কালাই ও তার স্ত্রী আসমা বেগম (৪৫)-কে কুপিয়ে জখম করে। দুপুর সাড়ে ১২ টায় তাদের হাসপাতালে নিয়ে আসেন এলাকাবাসী।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এস এম ফেরদাউস জানান, কালাইকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান জানান, বিরোধের জের ধরে প্রতিপক্ষ কুপিয়ে কালাইকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, পঞ্চসারের নয়াগাঁও পশ্চিম পাড়ার মুক্তার হোসেন, মধ্যপাড়ার মাসুম এদেরকে হত্যার মধ্য দিয়ে এই গ্রামের সন্ত্রাসীদের নৈরাজ্য শুরু হয়। মাদক, চুরি, ছিনতাইসহ সন্ত্রাসী কর্মকান্ডের জন্য এলাকা থাকে আলোচিত।
কতিপয় পুলিশের সাথে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের সখ্যতা দেখে সাধারণ মানুষ জিম্মি হয়ে চুপসে যায়।
অবজারভার
Leave a Reply