সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর আত্মহত্যা

সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে পরিতোষ দাস নামে এক দুবাই প্রবাসীর আত্মহত্যা করেছে। শুক্রবার (৯ জুন) বিকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিন কুসুমপুর গ্রামে ঘটনাটি ঘটে।

পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, পরিতোষ দাস ৭ মাস পূর্বে দুবাই থেকে বাংলাদেশ আশার পর থেকেই স্ত্রী ইতি রানী দাসের সাথে দামপত্য কলহ শুরু হয় এক পর্যায়ে স্বামী পরিতোষ দাসে মন খারাপ হয়। তারপর তিনি সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পরিবারের ও মৃত পরিতোষ দাসের বাবা পরেশ দাস বাড়ির পাশের ঝোপে গাছের সাথে গামছা প্যাচানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে মরদেহটি থানায় নিয়ে আসা হয়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আজগর হোসেন এই সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শনিবার ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা প্রক্রিয়াধীন।

নিউজজি

Leave a Reply