মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. গোলাম কাদির লাঞ্ছিত হয়েছেন। এ সময় তাকে কিলঘুষি মারা হয়। একই সঙ্গে টেনে-হিঁচড়ে তার পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়।
আজ রবিবার দুপুর ১টার দিকে শহরের থানারপুল এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়কে আয়োজিত সম্মেলনে এ ঘটনা ঘটে।
দলের নেতাকর্মীরা জানিয়েছেন, সম্মেলনে প্রধান অতিথি জাপার চেয়ারম্যান জিএম কাদের ও প্রধান বক্তা মহাসচিব মজিবুল হক চুন্নুর মঞ্চে আগমনের আগ-মুহূর্তে গোলাম কাদির সঞ্চালনা করছিলেন। এ সময় তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন। কিন্তু স্থানীয় কয়েকজন নেতার নাম বলেন নি। এতে জেলা জাপার সদস্য আসাদুজ্জামান বাবুল ও হাবিবুর রহমান সেলিমসহ কয়েকজন ক্ষুব্ধ হন। এবং তার ওপর হামলা চালান।
গোলাম কাদির সাংবাদিকদের বলেন, ভুল ভ্রান্তি হতেই পারে। আমি একজন কেন্দ্রীয় নেতা। তারপরও আমার ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় আমি কেন্দ্রীয় নেতাদের অবহিত করবো।
অভিযুক্ত হাবিবুর রহমান সেলিম হামলার ঘটনা অস্বীকার করেছেন। তিনি বলেন, কেউ তাকে মারেনি। তিনি পাগলের মতো মাইকে কথা বলছিলেন। এক পর্যায়ে নিজেই মঞ্চে পড়ে গিয়েছিলেন।
দেশ রুপান্তর
Leave a Reply