বিদ্যুৎস্পৃষ্টে মইয়ে ঝুলে থাকা তানভীরকে ৯৯৯ নম্বরে ফোন কলে উদ্ধার

চার হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে অজ্ঞান অবস্থায় মইয়ে আটকে থাকেন এসি মেকানিক তানভীর (১৮)। পরে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানানো হলে ফায়ার সার্ভিস এসে তাকে জীবিত উদ্ধার করে।

বুধবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টায় মুন্সীগঞ্জের গজারিয়ার জামালদি বাসস্ট্যান্ডের জিন্নাত আলী মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আবু রায়হান জানান, তাদের মার্কেটে এসি সার্ভিসিংয়ের জন্য একজন এসি মেকানিক মই বেয়ে ওঠেন। অসাবধানতায় তারের সঙ্গে লেগে সেখানে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এ অবস্থায় দ্রুত উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করলে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে।

ফায়ার সার্ভিস দলের নেতৃত্বে থাকা ফায়ার লিডিং অফিসার রিফাত মল্লিক জানান, ৯৯৯-এ ফোনটি রিসিভ করেন কনস্টেবল শাকিল হোসেন। তিনি তাৎক্ষণিকভাবে মুন্সীগঞ্জের গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা বলেন।

আরও পড়ুন:মুন্সিগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে দশম শ্রেণির শিক্ষার্থী নিহত

পরে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট এসি মেকানিক তানভীরকে জীবিতাবস্থায় উদ্ধার করে নামিয়ে এনে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

Leave a Reply