সরকার দেউলিয়া হয়ে গেছে: জি এম কাদের

বর্তমান সরকারের কারণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি খাদের কিনারায় পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, বাংলাদেশ ভয়াবহ দুরবস্থায় আছে। সরকার দেউলিয়া হয়ে গেছে। দেশ বিশাল খাদের কিনারায় এসে পৌঁছেছে। যেকোনো সময় পড়ে যাবে।

আজ রোববার দুপুরে মুন্সিগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়কে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জি এম কাদের।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে জি এম কাদের বলেন, সরকারের কাছে বিদেশি মুদ্রা নেই। সরকার অনেক ঋণগ্রস্ত। ব্যাংকগুলো খালি, মুদ্রাস্ফীতি হচ্ছে। বিদ্যুৎ নেই, মিল-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। মেগা প্রকল্পের নামে বড় বড় চুরি করছে। দেশের হাজার হাজার টাকা তারা বিদেশে পাচার করছে।

জাতীয় পার্টির মুন্সিগঞ্জ জেলা সম্মেলনে বক্তব্য রাখছেন জি এম কাদের। রোববার বেলা আড়াইটার দিকে মুন্সিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়কেছবি: প্রথম আলো

দেশে উন্নয়নের নামে লুটপাট চলছে মন্তব্য করে জি এম কাদের বলেন, পদ্মা সেতুর জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু সেটা ৩২ হাজার কোটি টাকায় করেছে। নিজের টাকায় করেছে এটা বলে বেড়ায়, কিন্তু লোনের টাকায় পদ্মা সেতু করেছে। তারা বিশ্বব্যাংকের টাকা নেয়নি। কারণ, বিশ্বব্যাংকের টাকা চুরি করা যায় না।

আওয়ামী লীগ জনগণকে মুক্তি দিতে পারেনি বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান, ‘আপনারা জনগণকে মুক্তি দেননি, জনগণের জন্য কিছু করেননি। একতাবদ্ধ জাতিকে বিভিন্নভাবে বিভাজন করে রেখেছেন। আওয়ামী লীগ করলে সব ঠিক, আর না করলে বেঠিক। পক্ষ-বিপক্ষ বানিয়ে মানুষকে বিভাজন করে রাখা হচ্ছে। এই বিভাজনের জন্য মানুষ মুক্তিযুদ্ধ করেনি। বিভাজন করে বৈষম্য সৃষ্টি করে একশ্রেণির মানুষকে উঠিয়ে আরেক শ্রেণির মানুষকে নিচে নামিয়ে দিচ্ছেন।’

মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব মুজিবুল হক (চুন্নু)। দলটির মুন্সিগঞ্জ জেলার সদস্যসচিব জানে আলম হাওলাদারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য মীর আবদুস সবুর, শফিকুল ইসলাম, রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন (বাবলা), অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান (টেপা) প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীরও সমালোচনা করেন জি এম কাদের। শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘গণতন্ত্রের নামে আওয়ামী লীগতন্ত্র বানিয়েছেন। স্বৈরতন্ত্র শুরু করেছেন। রাজতন্ত্র কায়েম করেছেন। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশনসহ সব সংস্থা নিজের আওতার মধ্যে রেখেছেন। সব জায়গা থেকে বেছে বেছে লোক নিয়ে নিজেদের দলীয় কর্মী বানিয়েছেন। তাই পুলিশরাও আওয়ামী লীগের প্রার্থীদের নিজেদের প্রার্থী বলে প্রচার করেন।’

প্রথম আলো

Leave a Reply