পদ্মা সেতু থেকে ঝাঁপ দেওয়া অটোরিকশাচালকের খোঁজ মেলেনি, অভিযান স্থগিত

পদ্মা সেতুর ওপরে অটোরিকশা রেখে নদীতে ঝাঁপ দেওয়া সেই অটোরিকশাচালকের সন্ধান পায়নি নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তাঁর নাম-পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে নৌ পুলিশ। পদ্মা নদীতে ব্যাপক স্রোত থাকায় গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল রাজ্জাক।

এর আগে গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের এক্সিট লেন দিয়ে হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশা পদ্মা সেতুতে উঠে পড়ে। সেতুর মাদারীপুর অংশের ২১ নম্বর পিলারের ওপর অটোরিকশাটি দাঁড় করিয়ে রেখে নদীতে ঝাঁপ দেন ওই চালক। এর পর থেকে তিনি নিখোঁজ।

পদ্মা সেতুর রেলিংয়ে উঠে নদীতে ঝাঁপ দেন অটোরিকশাচালকছবি: ভিডিও থেকে সংগৃহীত

লৌহজং ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা কয়েস আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রোববার রাত ২টা ৪৫ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সকালে আমাদের ও ঢাকার টিমের ডুবুরিরা পদ্মা সেতুর তলদেশে দীর্ঘক্ষণ অভিযান চালায়। কিন্তু তীব্র স্রোতের কারণে অভিযান বন্ধ করা হয়েছে। আমরা নদীর ১০ কিলোমিটার তল্লাশি চালিয়েছি।’

নিখোঁজ অটোরিকশাচালকের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসছবি: নৌ–পুলিশের সৌজন্যে

নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের এক্সিট (সেতুর দক্ষিণ দিক থেকে ঢাকাগামী গাড়ির লেন) লেন দিয়ে হঠাৎ দ্রুতগতিতে সেতুতে উঠতে থাকে অটোরিকশাটি। এ অবস্থায় পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা টহল গাড়ি নিয়ে অটোরিকশাটি থামাতে ছুটে যান। তবে অটোরিকশাটির গতি বেশি থাকায় সেতুটির ২১ নম্বর পিলারের কাছে চলে যায়। দ্রুত অটোরিকশা থামিয়ে রেলিংয়ে উঠে নদীতে ঝাঁপ দেন অটোরিকশাচালক। খবর পেয়ে পদ্মা সেতুর দক্ষিণ থানা-পুলিশ, চরজানাজাত নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে।

চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল রাজ্জাক প্রথম আলোকে বলেন, পদ্মা সেতুর ওপর থেকে ঝাঁপ দেওয়া সেই অটোরিকশা চালকের সন্ধানে গতকাল বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা পদ্মা নদীতে উদ্ধার অভিযান চালান। ১১ ঘণ্টার অভিযানে নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। নদীতে তীব্র স্রোত থাকায় অভিযান স্থগিত করা হয়েছে। তা ছাড়া ওই চালকের নাম-পরিচয় বা নদীতে ঝাঁপ দেওয়ার কারণ জানা সম্ভব হয়নি।

প্রথম আলো

Leave a Reply