মুন্সিগঞ্জের হোসেন্দি শিল্পাঞ্চলের গ্যাস বন্ধ

অবৈধ গ্যাস সংযোগ কাটতে পুরো লাইনের সরবরাহ বন্ধ করে দিয়েছে তিতাস কর্তৃপক্ষ। এতে বন্ধ হয়ে গেছে মুন্সিগঞ্জের হোসেন্দি শিল্পাঞ্চলের উৎপাদন। এমন পরিস্থিতিতে পণ্য সরবরাহ ব্যাহত হওয়ায় শঙ্কায় কারখানাগুলো।

১০৮ একর জায়গায় গড়ে উঠেছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী অর্থনৈতিক অঞ্চল। রয়েছে চিনি, লবণ, সিমেন্টসহ বিভিন্ন পণ্যের ৫০টির মতো কারখানা। কিন্তু গ্যাস সংকটে এক সপ্তাহ ধরে বন্ধ এসব প্রতিষ্ঠান।

মুন্সিগঞ্জ স্কয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেডের মানবসম্পদ প্রধান আমির আলী জানিয়েছেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য ১৩ জুন থেকে এ অঞ্চলে তিতাস গ্যাসের পিএসআইজি বিতরণ লাইনের সরবরাহ বন্ধ রাখা হয়েছে। গ্যাস না পাওয়ায় ব্যাহত হচ্ছে চিনি, লবণের মতো ভোগ্যপণ্যের উৎপাদন।

এতে লোকসানের শঙ্কায় কারখানার মালিকেরা। তাই গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন হোসেন্দি ইকোনোমিক জোন লিমিটেড ম্যানেজার জিয়াউর রহমান।

তিতাস গ্যাস ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ মোল্লাহ বলেছেন, আশপাশে অবৈধ গ্যাসলাইনের বিরুদ্ধে অভিযান চালানোর কারণে সাময়িক সমস্যা হচ্ছে। তবে কয়েকদিনের মধ্যেই সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস সংস্থাটির।

গেল বছরের নভেম্বরে উদ্বোধন করা হয় হোসেন্দি অর্থনৈতিক অঞ্চল।

ইনডিপেনডেন্ট নিউজ

Leave a Reply