শ্রীনগরে এক তরুণীর আত্মহত্যা

শ্রীনগরে ইতি আক্তার নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বনগাঁও গ্রামের এই ঘটনা ঘটে। নিহত ইতি আক্তার বনগাঁও গ্রামের বালিয়াপাড়ার মরহুম মো. আলমগীর কাজীর মেয়ে।

স্থানীয়রা জানায়, ইতি আক্তারের কাছে তার মা হোসনেআরা সাপ্তাহিক কিস্তির টাকা রাখতে দেয়। মায়ের ওই টাকা থেকে কিছু টাকা ইতি খরচ করে ফেলে। এতে মা মেয়েকে বকাঝকা করে। পরে অভিমান করে ইতি আক্তার পরিবারের সকলের অগোচরে বসতঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন।

শ্রীনগর থানার এসআই মো. মাসুদ মোল্লা জানান, ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

নিউজজি

Leave a Reply