কারেন্ট জাল মামলায় মুন্সীগঞ্জ বিএনপির যুগ্ম আহ্বায়কের জামিন

অবৈধ কারেন্ট জাল তৈরি সংরক্ষণ ও বিপণনের অভিযোগে মামলায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জশিতা ইসলাম জামিন আবেদন করেন।

মুন্সীগঞ্জ আদালত পুলিশের ইনচার্জ জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

১ জুন অবৈধ কারেন্ট জাল তৈরি, সংরক্ষণ ও বিপণনের অভিযোগে দায়ের করা দুটি মামলায় এবং একটি রাজনৈতিক সহিংসতার মামলায় মুন্সীগঞ্জ সদরের গোসাইবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর মধ্যে দুটি মামলায় গত ২০ জুন উচ্চ আদালত থেকে জামিন পান মহিউদ্দিন।

বাংলা ট্রিবিউন

Leave a Reply