মুন্সিগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস চাপায় ট্রাফিক পুলিশের এক কনস্টেবলসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
রোববার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত একজন মুন্সীগঞ্জের ট্রাফিক পুলিশের কনস্টেবল মোতালেব হোসেন। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ পদ্মা সেতুর উত্তর থানার ওসি আলমগীর হোসেন বলেন, নিয়ন্ত্রণহীন মাইক্রোবাস চাপায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে পালিয়েছেন চালক। তাকে আটকের চেষ্টা চলছে।
একুশে সংবাদ/এসএপি
Leave a Reply