এবার মুন্সীগঞ্জ থেকে বিদেশ যাচ্ছে না সবজি

বিগত কয়েক বছর মুন্সীগঞ্জ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সবজি পাঠানো হলেও এ বছর তা হচ্ছে না। কারণ বিমানের ভাড়া বেড়ে গেছে। এখন বিদেশে সবজি পাঠালে লোকসান গুনতে হবে ব্যবসায়ীদের। তবে মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগনী, রামপাল, মহাকালি ইউনিয়নে উৎপাদিত হাজারো মণ সবজি প্রতিদিন ঢাকার কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, পিরোজপুর, বরিশালসহ অন্যান্য জেলায় বিক্রি হচ্ছে।

ভুক্তভোগী তিনজন সবজি পাইকার বলেন, বিমানের ভাড়া বেশি। সবজি পাঠিয়ে আমাদের লাভ হচ্ছে না তাই এ বছর শুধু একবার ওমান সবজি পাঠিয়েছিলাম আর পাঠাইনি। আমাদের দেশের তুলনায় ভারত থেকে বিমান ভাড়া মধ্যপ্রাচ্যে অর্ধেক। তাই সেই দেশ আমাদের সবজির বাজার দখল করে নিয়েছে।

সম্প্রতি মুন্সীগঞ্জের বজ্রযোগিনী বাজার ও বটতলা বাজরের সবজির আড়তগুলো ঘুরে দেখা যায়, আড়তগুলো সবজিতে ভরে আছে। পাইকারদের হাঁকডাকে মুখর হয়ে উঠেছে সবজি আড়তগুলো। শত শত মণ সবজি রয়েছে আড়তে। দেশের বিভিন্ন স্থানের পাইকাররা এখান থেকে সবজি কিনছেন। মুন্সীগঞ্জের বজ্রযোগিনী, রামপাল, মহাখালী, টংগিবাড়ী উপজেলার সোনারং-টংগিবাড়ী, আবদুল্লাহপুর ইউনিয়ন ও তার আশপাশের জমিগুলোতে প্রতি বছর এই মৌসুমে প্রচুর পরিমাণে চাষ হয় করলা, কহি, ধুন্দল, লাউ, চালকুমড়া, ঝিঙা, বেগুনসহ অন্যান্য সবজি। কৃষি অফিসের তত্ত্বাবধানে এখানকার বেশ কিছু কৃষক সমন্বিত বালাইনাশকের মাধ্যমে জমিতে কীটনাশক প্রয়োগ না করে ও ফাঁদ পেতে বিষমুক্ত সবজি উৎপাদন করেন।

আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার সবজি চাষ শুরুর পর থেকে বৃষ্টিপাত কম হওয়ায় সবজি উৎপাদন কম হয়েছে। মুন্সীগঞ্জের উৎপাদিত সবজি গত কয়েক বছর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হলেও এ বছর বিমান ভাড়া বেশির কারণে সবজি রপ্তানি হচ্ছে না। গত কয়েক বছর মুন্সীগঞ্জের এই আড়তগুলো থেকে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতারসহ বিভিন্ন দেশে সবজি রপ্তানি হয়েছে। ঢাকা থেকে পাইকরারা এসে এসব সবজি কিনে নিয়ে সরাসরি দেশের বাইরে পাঠাতেন।

সবজি পাইকার জামাল হোসেন বলেন, আমরা গত কয়েক বছর বিদেশে সবজি বিক্রি করছি। এ বছর একবার শুধু ওমানে সবজি পাঠিয়েছিলাম। কিন্তু বিমান ভাড়া বেশি হওয়ায় আমরা ভারতের সঙ্গে পাল্লা দিয়ে বিদেশের বাজারে টিকে থাকতে পারছি না। ভারতে তুলনায় বাংলাদেশে বিমান ভাড়া দেড়গুণ।

অপর পাইকার জয়নাল হোসেন বলেন, গত বছরের তুলনায় আমাদের দেশে এবার বিমান ভাড়া দেড়গুণ বৃদ্ধি পেয়েছে। ভারত আমাদের পাশের দেশ অথচ তাদের তুলনায় আমাদের দেশে বিমান ভাড়া দেড়গুণ। আমাদের সবজির বিদেশে চাহিদা থাকলেও আমরা শুধু বিমান ভাড়ার কারণে প্রতিযোগিতায় ভারতের কাছে টিকতে পারছি না।

সবজি চাষি মিজানুর রহমান বলেন, এ বছর সবজি চাষ মৌসুমে বৃষ্টি হয়নি। ফলে আমাদের সবজির ফলন কম হয়েছে। এখন দিন দিন কমছে সবজির দাম। এ বছর আমাদের লোকসান হবে।

কৃষক আলামিন হোসেন বলেন, সার, বীজ, কীটনাশকের দাম বেশি। আমরা সবজি ক্ষেতে মাচা বানাতে বাঁশ ব্যবহার করি। বাজারে বাঁশের দামও প্রচুর অথচ সবজির দাম নেই। সরকারি সহযোগিতা না পেলে আমাদের পক্ষে সবজি উৎপাদন করা সম্ভব হবে না।

বজ্রযোগীনি বাজারের আক্তার ট্রেডার্সের মালিক আক্তার হোসেন বলেন, গত কয়েক বছর আমার আড়তে সাপ্লাইয়ের গাড়ি আসতো। এখান থেকে প্যাকিং করে সরাসরি বিমানবন্দরে চলে যেত সবজি। এ বছর যে সমস্ত পাইকারারা সবজি পাঠাতেন- তারা বলছেন বিমান ভাড়া বেশি, তাদের পোষায় না । তাই তারা সবজি বিদেশে পাঠাচ্ছেন না।

মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচারক ড. মো. আব্দুল আজিজ বলেন, আমাদের তত্ত্বাবধানে একটি প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ সদরে বেশ কিছু এলাকায় বিষমুক্ত সবজি উৎপাদিত হয়। আগে এই বিষমুক্ত সবজিগুলো ঢাকার সংসদ ভবন সংলগ্ন সেচ ভবন এলাকায় বিক্রি হতো, দেশের বাহিরেও যেত। এখন ওই এলাকার উৎপাদিত সবজিগুলো এলাকায়ই আড়তে বিক্রি হচ্ছে। অনেক কৃষক আবার ঢাকায় নিয়েও সবজি বিক্রি করছেন। মুন্সীগঞ্জের আড়ত থেকে বিভিন্ন জেলার পাইকাররা এসে সবজি কিনে নিয়ে যান। আমাদের তত্ত্বাবধানে উৎপাদিত সবজিগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হচ্ছে।

তিনি বলেন, রবি মৌসমে মুন্সীগঞ্জে আমাদের ৪৯০০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছিল উৎপাদন হয়েছে ১ লাখ ২৪ হাজার ৯৭৩ মেট্রিক টন সবজি। এখন খরিপ মৌসুম চলছে। খরিপ মৌসুমে এ পর্যন্ত ৪ হাজার ৭৬৯ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ৯৭ হাজার ৭৬৪ মেট্রিক টন।

ব.ম শামীম/আরএআর

Leave a Reply