গজারিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৭ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২ জুলাই) সকাল আনুমানিক ৭ টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত শাহানুর বেগম বলেন, আব্দুল্লাহপুর গ্রামের হান্নান মিয়ার ছেলে রিফাত বালুয়াকান্দি গ্রামের একটি মেয়েকে উত্যক্ত করে। পরে বিষয়টি মেয়েটির পরিবারের লোকজন জানলে রিফাত বালুয়াকান্দি পার্কে আসলে ওই মেয়ের লোকজন রিফাতকে মারধর করে। আসলে আমার ছেলে এ বিষয়ে কিছুই জানেনা। অহেতুক মিথ্যা অপবাদ দিয়ে শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে মসজিদের পাশে জঙ্গলে আমার ছেলে শাহাদাতকে ডেকে নিয়ে মারধর করে রিফাত। ঘটনার পরের দিন রোববার সকালে আমার স্বামী দিদার হোসেন বাড়িতে এসে ঘটনা জানার পর রিফাতকে জিজ্ঞেস করলে রিফাত লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ৫ জন লোক আহত হয়।

তবে এ বিষয়ে জানতে অপর পক্ষ রিফাতসহ তাদের কাউকে যোগাযোগ করে পাওয়া যায়নি।

বালুয়াকান্দির ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল সরকার বলেন, উভয় পক্ষই দু’জন দু’জনের আত্মীয়-স্বজন। উভয়পক্ষের লোকজন আহত হয়েছে।

গজারিয়া থানার ডিউটি অফিসার এএসআই আইরিন সিদ্দিকী জানান, এক পক্ষ অভিযোগ দায়ের করেছে।

আলোকিত বাংলাদেশ

Leave a Reply