মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে । বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদ সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি ,বিশেষ অতিথি ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদ বারেক,আড়িয়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির হালদার, টঙ্গিবাড়ী উপজেলা সাবেক আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবু হাসনাত সেন্টু, এ সময় প্রান্তন ছাত্র সমিতির উদ্যােগে গুণীজন বৃন্দ মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা বোর্ড ,জয়েন্ট কর কমিশনার, এডিশনাল জর্জ, উপ-পরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, অতিরিক্ত জেলা প্রশাসক, ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল, মুক্তিযোদ্ধা ,মেডিকেল অফিসার, ডক্টর, আইনজীবী, বিকেএমইএ, সিনিয়র সহকারী জজ, প্রফেসর ও বিসিএস ক্যাডারদেরকে সংবর্ধনা ও সম্মাননা স্বারক প্রদান করা হয় ।
এ সময় অন্যান্যদের সাথে ক্রেস্ট গ্রহণ করছেন টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার শ্রেষ্ঠ আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট নাসিমা আক্তার ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উক্ত বিদ্যালয় প্রান্তন ছাত্র মো: কাজী মোশারফ হোসেন, মো: মনির হোসেন প্রমূখ।
যাযাদি
Leave a Reply